রজনীকান্তের বাড়িতে বাজল বিয়ের সানাই
১১ ফেব্রুয়ারি বসবে বিয়ের আসর
![রজনীকান্তের বাড়িতে বাজল বিয়ের সানাই রজনীকান্তের বাড়িতে বাজল বিয়ের সানাই](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/01/24/171362-503165-soundarya-rajinikanth-twitter.jpg)
নিজস্ব প্রতিবেদন : প্রথম বিয়ে সফল হয়নি। এবার তাই দ্বিতীয়বার ফের বিয়ের পিঁড়িতে বসছেন রজনীকান্তের মেয়ে সৌন্দর্য। আগামী ১১ ফেব্রুয়ারি বসবে সৌন্দর্যর বিয়ের আসর। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিয়ের যাবতীয় অনুষ্ঠান।
আরও পড়ুন : বাড়ি থেকে বেরোলেই শিরোনামে তৈমুর, ক্ষেপে গেলেন সইফ-কন্যা সারা?
রিপোর্টে প্রকাশ, চলতি বছর ফেব্রুয়ারি মাসে অভিনেতা, ব্যবসায়ী বিশাগান বানানগামুদি নামে এক ব্যবসায়ীর সঙ্গে এবার বিয়ের পিঁড়িতে বসছেন রজনীকান্ত-কন্যা। এর আগে অশ্বিন রামকুমারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন রজনী-কন্যা। কিন্তু দীর্ঘ ৭ বছরের সম্পর্কের পর অবশেষে অশ্বিনের সঙ্গে সৌন্দর্যর বিচ্ছেদ হয়ে যায়। বেদ কৃষ্ণ নামে অশ্বিন এবং সৌন্দর্যর এক সন্তান রয়েছে। ২০১৬ সালে তাঁদের বিচ্ছেদের পর বেদ কৃষ্ণ আপাতত তার মা সৌন্দর্যের কাছেই রয়েছে।
আরও পড়ুন : স্ত্রী-কে পছন্দ নয়, সংসার ভাঙলেন 'ভাবিজি ঘর পর হ্যায়'-এর জনপ্রিয় অভিনেতা
জানা যাচ্ছে, সৌন্দর্য এবং বিশাগান-এর বিয়েতে আলোর ঝলকানি খুব কমই থাকবে। ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের হাজিরাতেই সম্পন্ন হবে তাঁদের বিয়ে। অর্থাত, রজনীকান্তের বড় মেয়ে সৌন্দর্যের বিয়ে এবার অনারম্বরভাবেই সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে।