অভিনেত্রী বিতস্তার মৃত্যু ঘিরে রহস্য আরও জটিল
অভিনেত্রী বিতস্তার মৃত্যু ঘিরে রহস্য ক্রমশ দানা বাঁধছে। উঠে আসছে এক মধ্যবয়স্ক পুরুষের যোগ। তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছে বিতস্তার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে ৩০৬ ধারায় মামলা রুজু করেছে গড়ফা থানার পুলিস।
![অভিনেত্রী বিতস্তার মৃত্যু ঘিরে রহস্য আরও জটিল অভিনেত্রী বিতস্তার মৃত্যু ঘিরে রহস্য আরও জটিল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/02/08/78204-hhhhhffhfhfhgfhfhfhdghghdhg.jpg)
ওয়েব ডেস্ক : অভিনেত্রী বিতস্তার মৃত্যু ঘিরে রহস্য ক্রমশ দানা বাঁধছে। উঠে আসছে এক মধ্যবয়স্ক পুরুষের যোগ। তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছে বিতস্তার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে ৩০৬ ধারায় মামলা রুজু করেছে গড়ফা থানার পুলিস।
রূপোলী পর্দায় আগমন। লাইফ স্টাইলে পরিবর্তন। নিজের বাড়ি ছেড়ে অভিজাত আবাসনে একা ফ্ল্যাট ভাড়া করে থাকা। সাধারণ জামাকাপড় থেকে ব্র্যান্ডেড জামাকাপড়, নিত্যনতুন মোবাইল ফোন, বাস-ট্রাম ছেড়ে ক্যাব অথবা বন্ধুবান্ধবের গাড়ি। প্রতিমাসে পারফিউমের পিছনেই বড় অঙ্কের টাকা খরচ। সপ্তাহে একদিন ধার্য পার্লার ও স্পা-র জন্য। এভাবেই সাধারণ মেয়ের থেকে হাই প্রোফাইল লেডিতে পরিণত হওয়া। এর মধ্যেই প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়া। যদিও সেই প্রেমিক বিবাহিত, মধ্যবয়স্ক, পেশায় আয়কর আধিকারিক।
আরও পড়ুন- টলিউড অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, প্রেমে আঘাত থেকেই কী আত্মহত্যা? তদন্তে পুলিস
প্রেমের পরিণতি কি হবে তা শুরুতে বুঝতে পারেননি এই অভিনেত্রী। এমন মর্মান্তিক পরিণতি, ফেসবুকে সম্প্রতি একের পর এক পোস্ট দেখেও তাঁর ঘনিষ্ঠরা আঁচ করতে পারেননি। পুলিস সুত্রে খবর, কয়েক বছর আগে ওই আয়কর আধিকারিকের সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে বিতস্তার। সবকিছু ভালোই চলছিল। বিঘ্ন ঘটল যখন আয়কর আধিকারিকের স্ত্রী এই বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারলেন। এরপর থেকেই ওই ব্যক্তির বাড়িতে অশান্তির বাতাবরণ তৈরি হয়। কয়েক মাস আগে থাকতেই অভিনেত্রীর প্রেমিক এই সম্পর্ক থেকে পিছু হটতে শুরু করে। তখন থেকেই অবসাদে ভুগতে শুরু করলেন বিতস্তা।
একদিকে সম্পর্কের চিড়, অন্যদিকে অর্থের যোগানে ঘাটতি, লাইফস্টাইল মেনটেন করতেই হিমশিম তখন। পরিণতি মঙ্গলবার ঝুলন্ত দেহ উদ্ধার হল বিতস্তার। পরিবারের তরফে গড়ফা থানায় ওই আয়কর আধিকারিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সব দিক খতিয়ে দেখছে পুলিস।