প্রণয়বার্ষিকীতে বান্ধবীর সঙ্গে ছবি মিলিন্দের
ভালবাসার চতুর্থ বার্ষিকী পালন করলেন মিলিন্দ সোমান। বান্ধবী অঙ্কিতা কোনওয়ারের সঙ্গেও ছবিও শেয়ার করলেন তিনি। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সেই ছবি শেয়ারও করলেন ৫৩ বছর বয়সী অভিনেতা। মিলিন্দ জানিয়েছেন, ভালবাসার ৪ বছর পূর্তিতে অঙ্কিতার সঙ্গে ছবি শেয়ার করেছেন তিনি। শুধু তাই নয়, নতুন জীবন, নতুন ভালবাসা, সবকিছু জন্য অঙ্কিতাকে ধন্যবাদও জানিয়েছেন মিলিন্দ।
![প্রণয়বার্ষিকীতে বান্ধবীর সঙ্গে ছবি মিলিন্দের প্রণয়বার্ষিকীতে বান্ধবীর সঙ্গে ছবি মিলিন্দের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/01/110781-pagemilind-ankitaa.jpg)
নিজস্ব প্রতিবেদন : ভালবাসার চতুর্থ বার্ষিকী পালন করলেন মিলিন্দ সোমান। বান্ধবী অঙ্কিতা কোনওয়ারের সঙ্গেও ছবিও শেয়ার করলেন তিনি। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সেই ছবি শেয়ারও করলেন ৫৩ বছর বয়সী অভিনেতা। মিলিন্দ জানিয়েছেন, ভালবাসার ৪ বছর পূর্তিতে অঙ্কিতার সঙ্গে ছবি শেয়ার করেছেন তিনি। শুধু তাই নয়, নতুন জীবন, নতুন ভালবাসা, সবকিছু জন্য অঙ্কিতাকে ধন্যবাদও জানিয়েছেন মিলিন্দ।
জানা যায়, মিলিন্দ সোমানের সঙ্গে সম্পর্ক নাকি প্রথমে মেনে নিতে পারেননি অঙ্কিতার বাড়ির লোকজন। কিন্তু, মিলিন্দের সঙ্গে কথা বলার পর, তাঁদের সমস্ত ভুল ধারনা ভেঙে যায়। সম্প্রতি অঙ্কিতার পরিবারের সঙ্গে দেখা করে, বিয়ের প্রস্তাবও দিয়েছেন মিলিন্দ। এবং তা নাকি সানন্দে গ্রহণ করেছেন অঙ্কিতার বাড়ির লোকজন। কিন্তু, কবে অঙ্কিতার সঙ্গে মিলিন্দ গাঁটছড়া বাঁধবেন, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
দেখুন মিলিন্দ সোমান এবং অঙ্কিতা কোনওয়ারের সেই ছবি..