জাহ্নবীর গালে খুশির আদর, প্রাণখোলা হাসি শ্রীদেবী কন্যাদের
জাহ্নবী, খুশির ভিডিও প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়
![জাহ্নবীর গালে খুশির আদর, প্রাণখোলা হাসি শ্রীদেবী কন্যাদের জাহ্নবীর গালে খুশির আদর, প্রাণখোলা হাসি শ্রীদেবী কন্যাদের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/06/04/122992-pagesri-wid.jpg)
নিজস্ব প্রতিবেদন : চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দুবাইতে গিয়ে বাথটবের জলে ডুবে মৃত্যু হয় শ্রীদেবীর। ওই ঘটনার পর ৩ মাস কেটে গেলেও, বলিউডের প্রথম ‘ফিমেল সুপারস্টারের’ মৃত্যু নিয়ে জল্পনা এখনও অব্যাহত। মায়ের মৃত্যুর পর বিষয়টি নিয়ে মুখ খোলেননি শ্রী কন্যা জাহ্নবী। বিষয়টি এড়িয়ে যাওয়ারই চেষ্টা করেছেন সব সময়। কিন্তু, এবার দুই বোন যখন একসঙ্গে হাজির হলেন ইনস্টাগ্রাম ভিডিওতে তখন যেন শ্রী-র ‘জানু’-র মুখে প্রাণখোলা হাসি দেখা গেল।
আরও পড়ুন : 'মায়ের মত' পোশাক পরুন, আক্রমণ করিনাকে
ভিডিওটি লক্ষ্য করলে বুঝতে পারবেন, ইনস্টাগ্রাম ভিডিওতে সম্প্রতি একসঙ্গে হাজির হন শ্রীদেবীর দুই মেয়ে জাহ্নবী কাপুর এবং খুশি কাপুর। এরপরই ছোট বোন খুশিকে কাছে টেনে নেন জাহ্নবী। এবং খুশি যেন তাঁর গালে আদর করেন, সেই কথাও বলতে শোনা যায় শ্রী কন্যাকে। জাহ্নবী, খুশির ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন : গুরুতর অসুস্থ বিপাশা?
দেখুন সেই ভিডিও...
এদিকে ধর্মা প্রোডাকশনের হাত ধরে বলিউডে ডেবিউ করছেন জাহ্নবী কাপুর। ওই সিনেমায় শাহিদ কাপুরের ভাই ইশান খটটরের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন জাহ্নবী। এবং, ‘ধড়ক’-এর অভিনয় দিয়ে যেন তাঁর মাকে খুশি করতে পারেন, সেই চেষ্টাই করবেন বলেও জানিয়েছেন জাহ্নবী কাপুর।