''বলিউড নিয়ে কুৎসা শুনতে পারব না'', মাদককাণ্ড নিয়ে জয়ার পাশে হেমা

 ''বলিউড থেকেই নাম, খ্যাতি, সম্মান সবকিছু পেয়েছি। তাই বলিউড নিয়ে কুৎসা হলে খারাপ লাগে।''

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Sep 16, 2020, 04:56 PM IST
''বলিউড নিয়ে কুৎসা শুনতে পারব না'', মাদককাণ্ড নিয়ে জয়ার পাশে হেমা

নিজস্ব প্রতিবেদন : বলিউডে মাদকচক্র নিয়ে অভিযোগ প্রসঙ্গে জয়া বচ্চনের পর এবার প্রতিবাদে মুখর হলেন হেমা মালিনী। সাফ জানালেন, ''বলিউড থেকেই নাম, খ্যাতি, সম্মান সবকিছু পেয়েছি। তাই বলিউড নিয়ে কুৎসা হলে খারাপ লাগে।''

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে মাদকচক্রের যোগের কথা তদন্তে উঠে এসেছে। সুশান্তের মৃত্যুর পরে সোশ্যাল মিডিয়ায় বলিউডের মাদকযোগ নিয়ে সরব হন অভিনেত্রী কঙ্গনা রানাউত। গত সোমবার সংসদে বলিউডে সক্রিয় মাদকচক্র নিয়ে তদন্তের দাবি জানান অভিনেতা, সাংসদ রবি কিষেণ। কঙ্গনা ও রবি কিষেণকে একহাত নিয়ে সংসদে সমাজবাদী পার্টির নেত্রী জয়া বচ্চন বলেছিলেন, ''যে থালায় খান, সেই থালাতেই ফুটো করছেন!..''

আরও পড়ুন-সুশান্ত মামলায় রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ করতে পারে ED

আরও পড়ুন-সিঁথিতে সিঁদুর, হাতে চূড়া, গলায় মঙ্গলসূত্র, বিয়ের পর নতুন লুকে পুনম পান্ডে

বলিউডে মাদকযোগ নিয়ে রবি কিষেণ ও জয়া বচ্চনের তরজা প্রকাশ্যে আসতেই বিনোদন ও রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়। আর এরই মাঝে বলিউড প্রসঙ্গে বিরোধী দলের নেত্রীকেই সমর্থন করলেন বিজেপি সাংসদ হেমা মালিনী। তাঁর কথায়, ''নির্দিষ্ট কিছু লোকজনের জন্য গোটা বলিউডকে এভাবে কালিমালিপ্ত করা যায় না''। হেমা আরও বলেন, ''বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি শিল্প ও সৃজনশীলতার জায়গা। তাই মানুষ যখন এই ইন্ডাস্ট্রি নিয়ে খারাপ কথা বলেন, মাদক যোগের কথা বলেন, তখন কষ্ট হয়। যদি কোনও দাগ লেগেও থাকে তাহলে সেটা ধুয়ে ফেলুন, চলে যাবে। বলিউডের দাগও চলে যাবে।''

হেমা মালিনী বলেন, ''বলিউডে অনেক কিংবদন্তি শিল্পী রয়েছেন। রাজ কাপুর, দেবানন্দ, ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চনরা বলিউডের আলোকিত উদাহরণ। এই তারকারা বলিউডকে ভারতের সমর্থক করে তুলেছেন। বলিউড সম্পর্কে কুৎসা মানতে পারব না।'' বলিউডর সঙ্গে কঙ্গনার তোলা নেপোটিজম বিতর্ক তুলে হেমা বলেন, ''কোনও তারকার ছেলেমেয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যোগ দিলেই তাঁরা সুপারস্টার হয়ে ওঠেন না, ভাগ্য ও প্রতিভা, অবশ্যই দরকার পড়ে।''

.