পদ্মাবতীতে পিছনে ফেলে দিলেন শাহিদ,রণবীরকে, দীপিকার পারিশ্রমিক কত জানেন
Updated By: Aug 30, 2017, 01:54 PM IST
ওয়েব ডেস্ক : বলিউডের পাশাপাশি হলিউডেও দাঁপিয়ে বেড়াচ্ছেন তিনি। ট্রিপল এক্স হোক কিম্বা বাজিরাও মস্তানি, সব ক্ষেত্রেই দাপট নিয়ে অভিনয় করেছেন। আর এবার দীপিকা সেই দাপট দেখাচ্ছেন পদ্মাবতীতেও।
শোনা যাচ্ছে, পরিচালক সঞ্জয় লীলা বনশালীর পদ্মাবতীর জন্য দীপিকা পাডুকন নাকি পারিশ্রমিক নিচ্ছেন ১৩ কোটি। যা তাঁর কো-স্টার রণবীর সিং এবং শাহিদ কাপুরের তুলনায় অনেকটাই বেশি। বি টাউনের খবর, পদ্মাবতীর জন্য রণবীর সিং পারিশ্রমিক নিচ্ছেন ১০ কোটি এবং শাহিদও নিচ্ছেন ওই একই পরিমাণ অর্থ। আর এবার তাই রণবীর সিংহ এবং শাহিদ কাপুরকে অনয়াসে পিছনে ফেলে দিলেন দীপিকা পাডুকন।
বলিউডে অভিনেত্রীদের তুলনায় অভিনেতারা নাকি বেশিই পারিশ্রমিক পান, মাঝে মধ্যেই এমন অভিযোগে সরব হন অনেকে। কিন্তু, পদ্মাবতীর পারিশ্রমিক নিয়ে এবার সেইসব ট্যাবুই দীপিকা ভেঙে দিলেন বলেই মনে করছে বি টাউন।