শ্রীদেবীর সঙ্গে শেষ কী কথা হয়েছিল? প্রকাশ্যে আনলেন দীপিকা
বই প্রকাশ অনুষ্ঠানে অভিনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে এমন কথাই তুলে ধরলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
![শ্রীদেবীর সঙ্গে শেষ কী কথা হয়েছিল? প্রকাশ্যে আনলেন দীপিকা শ্রীদেবীর সঙ্গে শেষ কী কথা হয়েছিল? প্রকাশ্যে আনলেন দীপিকা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/12/04/221962-65034709096666.jpg)
নিজস্ব প্রতিবেদন: ''শ্রীদেবীজির সঙ্গে আমার সম্পর্কে একটা দক্ষিণ ভারতীয় সূত্র রয়েছে। তাই ওনার সঙ্গে শেষবার যখন আমার কথাবার্তা হয়েছিল সেটা এক্কেবারেই ঘরোয়া আলোচনা ছিল।'' সম্প্রতি কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীকে নিয়ে একটি বই প্রকাশ অনুষ্ঠানে অভিনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে এমন কথাই তুলে ধরলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
রবিবার দিল্লিতে আয়োজিত সাহিত্য উৎসবে ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী (Sridevi) সম্পর্কিত একটি বই প্রকাশ করেন দীপিকা পাড়ুকোন। সেখানে উপস্থিত ছিলেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর। সেখানেই সকলের প্রিয় অভিনেত্রী 'শ্রী'কে নিয়ে কথা বলতে গিয়ে নস্ট্য়ালজিক হয়ে পড়েন দীপিকা। তাঁর স্মৃতির সরণি বেয়ে শ্রীদেবীকে নিয়ে বলেন অনেক কথাই। এক্ষেত্রে শ্রীদেবী ও দীপিকা দুজনেরই একটা দক্ষিণ ভারতীয় সংযোগ রয়েছে। তাই তাঁদের সম্পর্কটা একটু বেশিই গভীর বলে বর্ণনা করেন দিপ্পি।
আরও পড়ুন-কার্তিক আরিয়ানকে 'না-পসন্দ' সঞ্জয়লীলা বনশালির! কিন্তু কেন?
এদিন দীপিকার কথা শুনে আবেগতাড়িত হয়ে পড়েন সেখানে উপস্থিত শ্রীদেবীর স্বামী বনি কাপুর।
আরও পড়ুন-হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ড, কলকাতায় এসে মুখ খুললেন অজয় দেবগণ
প্রসঙ্গত গত বছর ২৪ ফেব্রুয়ারি দুবাইতে হোটেলের বাথটবে ঢুবে মৃত্যু হয় অভিনেত্রীর, তবে বিষয়টি নিছকই দুর্ঘটনা বলেই তদন্ত রিপোর্টে দাবি করা হয়।