বাড়িতেই হচ্ছে রান্না,বস্তির ২০০ মানুষকে প্রতিদিন খাওয়াচ্ছেন অভিনেত্রী রকুল প্রীত
লকডাউন বাড়ানো হলেও তিনি এই কাজ করে যাবেন বলে জানিয়েছেন বলিউড অভিনেত্রী
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![বাড়িতেই হচ্ছে রান্না,বস্তির ২০০ মানুষকে প্রতিদিন খাওয়াচ্ছেন অভিনেত্রী রকুল প্রীত বাড়িতেই হচ্ছে রান্না,বস্তির ২০০ মানুষকে প্রতিদিন খাওয়াচ্ছেন অভিনেত্রী রকুল প্রীত](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/04/06/242888-rakul-preet-singhhh-corona.jpg)
নিজস্ব প্রতিবেদন : লকডাউনের জেরে দেশের প্রায় সব শ্রমিক পরিবারগুলি অসহায় হয়ে পড়েছে, সেই সময় তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সেলেবরা। সলমন খান থেকে অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খান কিংবা প্রভাস, পবন কল্যাণ, একের পর এক তারকা এগিয়ে আসছেন দৈনিক রোজগেরে মানুষগুলির দিকে সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়ে। সেই তালিকায় যুক্ত হল অভিনেত্রী রকুল প্রীত সিংয়ের নামও।
আরও পড়ুন : দেশের ১ লক্ষ শ্রমিক পরিবারের পেট ভরানোর দায়িত্ব নিলেন অমিতাভ
রিপোর্টে প্রকাশ, গুরুগ্রামে নিজের বাড়ির পাশে যে বস্তি রয়েছে, সেখানকার প্রায় ২০০ মানুষকে খাওয়াচ্ছেন রকুল। শুধু তাই নয়, নিজের বাড়িতে রান্না করা খাবার দিয়ে ওই ২০০ মানুষের পেট ভরাচ্ছেন রকুল। রকুলের মা-বাবা কুলবিন্দর সিং এবং রাজেন্দ্র সিং মেয়েকে সাহায্য করছেন।
১৪ এপ্রিলের পরও যদি লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়, তাহলেও তিনি এই কাজ করে যাবেন বলে জানান রকুল প্রীত। পাশাপাশি নিজের সোসাইটির মধ্যেই ওই ২০০ মানুষের জন্য খাবার রান্না করা হচ্ছে বলেও জানান বলিউড অভিনেত্রী।