কোচের পদ থেকে সরে দাঁড়ালেন আর্মান্দো কোলাসো
ভারতীয় ফুটবলের সঙ্কট এখনও কাটেনি। কোচের পদ থেকে সরে দাঁড়ালেন আর্মান্দো কোলাসো। ফেডারেশন সচিব কুশল দাসের সঙ্গে কথা বলেন আর্মান্দো।
ফেডারশনের তরফ থেকে আরও এক বছরের জন্য কোচ থাকতে বলা হলেও চার বারের আই লিগ জয়ী
কোচ আর্মান্দো কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি ।
তিনি পরিষ্কার জানিয়ে নেন,পাঁচ বছর বা তিন বছর না হলে,
তাঁর পক্ষে সুনীলদের দায়িত্ব নেওয়া সম্ভব নয়।
জাতীয় কোচকে এক বছরের সময় দেওয়াকেও সমালোচনা করেন আর্মান্দো।
গোয়া থেকে তিনি জানান,ফেডারেশনের এক্সকিউটিভ কমিটিতে চুনী গোস্বামী বা ইন্দর সিংয়ের মত টেকনিক্যাল ব্যক্তিত্ব কেউ নেই।
তাই এধরণের প্রস্তাব দেওয়া হয় ফেডারেশন থেকে।
ফেডারশনের তরফ থেকে আরও এক বছরের জন্য কোচ থাকতে বলা হলেও চার বারের আই লিগ জয়ী
কোচ আর্মান্দো কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি ।
তিনি পরিষ্কার জানিয়ে নেন,পাঁচ বছর বা তিন বছর না হলে,
তাঁর পক্ষে সুনীলদের দায়িত্ব নেওয়া সম্ভব নয়।
জাতীয় কোচকে এক বছরের সময় দেওয়াকেও সমালোচনা করেন আর্মান্দো।
গোয়া থেকে তিনি জানান,ফেডারেশনের এক্সকিউটিভ কমিটিতে চুনী গোস্বামী বা ইন্দর সিংয়ের মত টেকনিক্যাল ব্যক্তিত্ব কেউ নেই।
তাই এধরণের প্রস্তাব দেওয়া হয় ফেডারেশন থেকে।
তিরিশে সেপ্টেম্বর জাতীয় দলের কোচ হিসাবে ফেডারেশনের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে আর্মান্দোর।
তারপর আবার ডেম্পোর দায়িত্বে ফিরতে চান তিনি।
আর্মান্দো ফেডারেশনের শর্তে রাজি না হওয়ায়,আবার স্টপগ্যাপ কোচ নিয়োগ করতে হবে ফেডারেশনকে।
সেক্ষেত্রে সুনীলদের নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে সালগাঁওকর কোচ করিম বেঞ্চিরিফা।