Allu Arjun Arrested: জামিন পেয়েও সারারাত জেলের মেঝেতেই ঠাঁই অল্লুর! বেরিয়েই 'পুষ্পা' বললেন...

Allu Arjun Arrested: জেলমুক্তির পরই অভিনেতাকে তাঁর বাড়ি ছেড়ে দেওয়া হয়। বাড়ির বাইরে আবেগপ্রবণ হয়ে পড়েন অল্লুর স্ত্রী স্নেহা রেড্ডি। অভিনেতাকে দেখেই জড়িয়ে ধরেন এবং কান্নায় ভেঙে পড়েন স্ত্রী। তাঁদের সন্তানদেরও ওখানেই দেখা যায়।

Updated By: Dec 14, 2024, 12:07 PM IST
Allu Arjun Arrested: জামিন পেয়েও সারারাত জেলের মেঝেতেই ঠাঁই অল্লুর! বেরিয়েই 'পুষ্পা' বললেন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জামিন পেয়েও জেলেই রাত কাটল অল্লু অর্জুনের। জেলে রাত কাটানোর পর ছাড়া পেলেন পুষ্পা। নথি দেরিতে পৌঁছনোয় গতকাল জেলমুক্তি হয়নি। আজ সাতসকালেই নথি নিয়ে জেলে হাজির অল্লুর আইনজীবীরা। নথি পৌঁছতেই জেল থেকে ছাড়া পেলেন অল্লু। 

জেল থেকে বেরিয়েই মুখ খুললেন অল্লু। সাংবাদিকদের সঙ্গে জেলের বাইরেই তিনি কথা বলেন। অভিনেতা বলেন, 'আমি একজন আইন মান্যকারী নাগরিক। এবং সবরকম দিক দিয়ে আমি আইনের সাহায্য করব। আমি আবারও ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা জানাতে চাই। এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা ছিল।' 

জেলমুক্তির পরই অভিনেতাকে তাঁর বাড়ি ছেড়ে দেওয়া হয়। বাড়ির বাইরে আবেগপ্রবণ হয়ে পড়েন অল্লুর স্ত্রী স্নেহা রেড্ডি। অভিনেতাকে দেখেই জড়িয়ে ধরেন এবং কান্নায় ভেঙে পড়েন স্ত্রী। তাঁদের সন্তানদেরও ওখানেই দেখা যায়।

আরও পড়ুন:Koel Mallick: লক্ষ্মী এল ঘরে! দ্বিতীয়বার মা হলেন কোয়েল, নিজেই জানালেন...

উল্লেখ্য, শুক্রবার সকালে পদপিষ্ট হওয়ার ঘটনার অভিযোগে বাড়ি থেকেই গ্রেফতার হন অল্লু অর্জুন। প্রথমে এদিন সেই মামলায় মেলেনি জামিন, তারকাকে নামপল্লী কোর্টে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হল অল্লুকে। এরপরই তড়িঘড়ি তেলেঙ্গানা হাইকোর্টে আবেদন জানিয়েছেন সুপারস্টারের আইনজীবীরা। অবশেষে তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান পুষ্পা খ্যাত তারকা। 

কিছুদিন আগেই জানা গিয়েছিল,  'পুষ্পা ২'-র স্ক্রিনিংয়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারান এক মহিলা। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি করানো হয় মৃতার নয় বছরের ছেলেকে। সেই ঘটনার খোদ ছবির নায়ক অল্লু অর্জুনের বিরুদ্ধেই মামলা দায়ের করে পুলিস। এই ঘটনাতেই শুক্রবার সকালে এসসিপি-র নেতৃত্বে পুলিসের একটি দল অভিনেতার বাড়ি পৌঁছায়। নিজের বাড়ি থেকেই গ্রেফতার করা হয় অল্লু অর্জুনকে। এই ঘটনায় মামলা রুজু হয়েছিল হায়দরাবাদের চিক্কাদপল্লি থানায়। মৃত মহিলার পরিবারের তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে অল্লু অর্জুন, তাঁর নিরাপত্তা দল এবং থিয়েটার ম্যানেজমেন্টের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর ১০৫ এবং ১১৮(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিনেতাকে চিক্কদপল্লী থানায় নিয়ে যাওয়া হয়েছে। এরপরেই স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়া হয় তারকাকে।  

আরও পড়ুন:Kolkata Metro: বড় আপডেট! এই রুটে কমছে মেট্রোর সংখ্যা, ২০ মিনিট অন্তর পরিষেবা...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.