ভোগ ম্যাগাজিনের কভারে আলিয়াকে দেখেছেন?
বলিউডে প্রবেশ করার পরই বেশ কিছু ভালো ছবিতে অভিনয় করে দর্শকদের পছন্দের তালিকায় চলে গিয়েছেন বলিউড ডিভা আলিয়া ভাট। হাইওয়ে, উড়তা পাঞ্জাব, ডিয়ার জিন্দেগিতে তাঁর অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। গত বছর বেশ কয়েকটি অ্যাওয়ার্ডও পেয়েছেন। শুধু অভিনয়ই নয়, আলিয়া খুবই ফ্যাশন প্রিয়।
![ভোগ ম্যাগাজিনের কভারে আলিয়াকে দেখেছেন? ভোগ ম্যাগাজিনের কভারে আলিয়াকে দেখেছেন?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/01/29/77438-alia1-29-1-17.jpg)
ওয়েব ডেস্ক: বলিউডে প্রবেশ করার পরই বেশ কিছু ভালো ছবিতে অভিনয় করে দর্শকদের পছন্দের তালিকায় চলে গিয়েছেন বলিউড ডিভা আলিয়া ভাট। হাইওয়ে, উড়তা পাঞ্জাব, ডিয়ার জিন্দেগিতে তাঁর অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। গত বছর বেশ কয়েকটি অ্যাওয়ার্ডও পেয়েছেন। শুধু অভিনয়ই নয়, আলিয়া খুবই ফ্যাশন প্রিয়।
আরও পড়ুন
সম্প্রতি তিনি ভোগ ম্যাগাজিনের জন্য ফোটোশ্যুট করলেন। ম্যাগাজিনটির কভারে দেখা যাচ্ছে তন্বী আলিয়াকে। এবং ভোগ ম্যাগাজিনের কভার ফোটোতে আলিয়াকে দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না। এতটাই সুন্দর এবং উষ্ণ লাগছে তাঁকে।