লাল রঙের পোশাক থেকে উঁকি দিচ্ছে শরীর, ভাইরাল মধুমিতা সরকারের ফটোশুট
ছবি শেয়ার করেন অভিনেত্রী নিজে
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![লাল রঙের পোশাক থেকে উঁকি দিচ্ছে শরীর, ভাইরাল মধুমিতা সরকারের ফটোশুট লাল রঙের পোশাক থেকে উঁকি দিচ্ছে শরীর, ভাইরাল মধুমিতা সরকারের ফটোশুট](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/11/11/287591-mdhumita-photo.jpg)
নিজস্ব প্রতিবেদন : লাল রঙের পোশাকে ধরা দিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। নাকে নথ এঁটে মধুমিতা যখন ক্যামেরার সামনে পোজ দেন, তা ভাইরাল হয়ে যায় হু হু করে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন মধুমিতা।
আরও পড়ুন : অঙ্কিতাকে কাছে টেনে চুম্বন করছেন মিলিন্দ সোমন, ভাইরাল ভিডিয়ো
ফটোশুটের জন্যই মধুমিতাকে ওই ধরনের পোজ দিতে দেখা যায় বলেই মনে করছেন তাঁর ভক্তরা। ফলে মধুমিতার ওই ছবির নীচে জড়ো হতে শুরু করে একের পর এক মন্তব্য। 'বিউটিফুল' থেকে 'অসাম', মধুমিতার প্রশংসায় ভরিয়ে দেন তাঁর ভক্তরা। শুধু তাই নয়, নতুন নতুন পোশাক পরে মধুমিতা যেভাবে সামনে আসছেন, তাতে ভক্তদের ঘুম উড়ে যাচ্ছে বলেও অনেকে মন্তব্য করতে শুরু করেন।
কুসুমদোলায় ঋষি কৌশিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন মধুমিতা। ওই ধরাবাহিকের পর কার্যত টেলিভিশন থেকে বিদায় নিয়েছেন অভিনেত্রী। লভ আজ কাল পরশু নামে একটি সিনেমায় দেখা যায় তাঁকে। বড় পর্দায় পা রাখার পর মধুমিতার জনপ্রিয়তা ক্রমশ বাড়তে শুরু করেছে। লভ আজ কাল পরশু-তে অর্জুন চক্রবর্তী, পাওলি দামের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন মধুমিতা।