মিস্টার পারফেকশনিস্ট নয়, নিজের জন্য অন্য নাম বাঁছলেন আমির!
তাঁকে এতদিন গোটা দেশ বা প্রচার মাধ্যম এই নামেই ডেকে এসেছে। মিস্টার পারফেকশনিস্ট। কিন্তু এই বিশেষণ একেবারেই না পসন্দ স্বয়ং আমির খানের! সে কথা এই প্রথম খোলাখুলি বলে দিলেন আমির খান। একটি সাক্ষাত্কারে আমির বলছেন, 'সকলেই আমাকে বলে আমি নাকি মিস্টার পারফেকশনিস্ট। কিন্তু ক্রিয়েটিভ দুনিয়াতে থেকে একজন মানুষ কীভাবে সবকিছু পারফেকশন আনতে পারে! বরং, এই কথা আমার উপর চাপ সৃষ্টি করে। আমি তো বলব, আমাকে বলার উচিত, মিস্টার প্যাসনেট।'
![মিস্টার পারফেকশনিস্ট নয়, নিজের জন্য অন্য নাম বাঁছলেন আমির! মিস্টার পারফেকশনিস্ট নয়, নিজের জন্য অন্য নাম বাঁছলেন আমির!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/12/09/72536-amirkhan9-12-16.jpg)
ওয়েব ডেস্ক: তাঁকে এতদিন গোটা দেশ বা প্রচার মাধ্যম এই নামেই ডেকে এসেছে। মিস্টার পারফেকশনিস্ট। কিন্তু এই বিশেষণ একেবারেই না পসন্দ স্বয়ং আমির খানের! সে কথা এই প্রথম খোলাখুলি বলে দিলেন আমির খান। একটি সাক্ষাত্কারে আমির বলছেন, 'সকলেই আমাকে বলে আমি নাকি মিস্টার পারফেকশনিস্ট। কিন্তু ক্রিয়েটিভ দুনিয়াতে থেকে একজন মানুষ কীভাবে সবকিছু পারফেকশন আনতে পারে! বরং, এই কথা আমার উপর চাপ সৃষ্টি করে। আমি তো বলব, আমাকে বলার উচিত, মিস্টার প্যাসনেট।'
আরও পড়ুন কপিল দেবকে ছুঁয়ে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন!
এখন দেখার যে, তিনি মানা করার পরও এদেশের সংবাদ মাধ্যম তাঁকে মিস্টার পারফেকশনিস্ট বলে ডাকে কিনা! নাকি এবার থেকে আমির পরিচিত হবেন, মিস্টার প্যাসনেট হিসেবে। তাঁর দঙ্গল সিনেমা নিয়েও কথা বলেছেন আমির। বলেছেন, এই সিনেমা করছেন তিনি ফোগট পরিবারের জন্য। মোটেই নিজেকে জাহির করার জন্য নয়।