'প্রাক্তন' -এর আন্তর্জাতিক রিলিজ পথ দেখালো নতুন যে বাংলা সিনেমাকে

নারী যতই হোক শিক্ষিত, আলোকিত। পুরুষ এই সমাজে তাকে কতটুকু জায়গা দেয়? এমনই এক জ্বলন্ত উপাখ্যান অরূপ দে পরিচালিত আগুনের পাখি। বহু আড় ম্বরে কলকাতারই এক পাঁচতারা হোটেলে হয়ে গেল মিউজিক লঞ্চ।

Updated By: Nov 8, 2016, 07:36 PM IST

ওয়েব ডেস্ক: নারী যতই হোক শিক্ষিত, আলোকিত। পুরুষ এই সমাজে তাকে কতটুকু জায়গা দেয়? এমনই এক জ্বলন্ত উপাখ্যান অরূপ দে পরিচালিত আগুনের পাখি। বহু আড় ম্বরে কলকাতারই এক পাঁচতারা হোটেলে হয়ে গেল মিউজিক লঞ্চ।

নানা ভূমিকায় আমরা দেখেছি ঋতুপর্ণা সেনগুপ্তকে। কখনও সোচ্চার, কখনও প্রতিবাদী। আগুনের পাখি ছবিতে তিনি এক প্রতিবাদী সাংবাদিক। লড়ছেন এক নারীর জন্যেই। অরূপকুমার দে পরিচালিত এই ছবির মিউজিক লঞ্চ হয়ে গেল সম্প্রতি। উপস্থিত ছিলেন কল্যাণ সেন বরাট, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, অমৃতা দত্ত ও আরও অনেকে। বিশেষ কারণে এদিন উপস্থিত ছিলেন না নায়িকা স্বয়ং। কিন্তু ট্রেলারে ধরা দিল তাঁর জ্বলন্ত উপস্থিতি।

এই ছবিতে এক বিশেষ চরিত্রে দেখা যাবে শান্তিলাল মুখার্জিকে। প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় ও সুরে বেশ কয়েকটি গান প্রাণ ছুঁয়ে যায়। আগুনের পাখি ছবিটি আগামী ২৫ নভেম্বর এসকই সঙ্গে মুক্তি পাবে ভারত সহ ছটি বিভিন্ন দেশে। শিবপ্রসাদ-নন্দিতার ছবি প্রাক্তন -এর আন্তর্জাতিক রিলিজ আসলে পথ দেখালো আগুনের পাখিকে। তার জ্বলন্ত ডানা মেলার সুযোগ করে দিল পৃথিবীর বিভিন্ন প্রান্তে। দেখা যাক এই উড়ানের শেষে কী আছে!

.