বাজি ফাটাচ্ছেন কেন! এটা কি দীপাবলি চলছে? ক্ষেপে উঠলেন সোনম

কিছু বোকা এবং অদ্ভূদ মানুষের জন্য শান্তি বিঘ্নিত হচ্ছে বলে কটাক্ষ করেন সোনম 

Edited By: জয়িতা বসু | Updated By: Apr 6, 2020, 10:11 AM IST
বাজি ফাটাচ্ছেন কেন! এটা কি দীপাবলি চলছে? ক্ষেপে উঠলেন সোনম

নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়েরবিবার অর্থাত ৫ এপ্রিল রাত ৯টায় ৯ মিনিটের জন্য প্রদীপ জ্বালিয়ে একতার বার্তা দেয় প্রায় গোটা দেশ। বাড়ির সমস্ত আলো নিভিয়ে, মোমবাতি জ্বালিয়ে কিংবা টর্চ বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে করোনা মোকাবিলায় একতার বার্তা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে যখন প্রায় গোটা দেশ মোমবাতি জ্বালাতে ব্যস্ত, সেই সময় বাজি ফাটোনোর আওয়াজও শোনা বেশ কিছু জায়গায়। যা শুনে ক্ষেপে ওঠেন সোনম কাপুর।

 

নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন অনিল কাপুর-কন্যা। তিনি বলেন, লকডাউনের জেরে দক্ষিণ দিল্লি জুড়ে প্রায় শান্তি বিরাজ করছিল। কিন্তু কিছু অদ্ভূদ এবং বোকা লোকের জন্য শান্তি বিঘ্নিত হয়। ৫ এপ্রিল রাত ৯টা বাজলেই বাজির আওয়াজ ভেসে আসতে শুরু করে। কারা ওরা বলে প্রশ্ন তোলেন সোনম। শুধু তাই নয়, এইসব মানুষের জন্য যেমন পশু পাখিরা বিপদে পড়ে যায়, তেমনি সারমেয়রাও ভয় পেয়ে যায়। কেন এই ধরনের বোকা বোকা কাজ কিছু মানুষ করছেন, তা নিয় প্রশ্ন তোলেন বলিউডের এই অভিনেত্রী।

পাশাপাশি দীপাবলি তো চলছে না যে বাজি পুড়িয়ে তা পালন করতে হবে। কেন মানুষ এইসব করছেন বলে প্রশ্ন তোলেন সোনম কাপুর।

যদিও এই প্রথম নয়, এর আগেও দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়েমুখ খোলেন সোনম কাপুর। ওই সময় বাম ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষের উপর হামলার ঘটনায় ফুঁসে ওঠেন সোনম কাপুর। যা নিয়ে সোশ্যাল হ্যান্ডলে একাধিক স্টেটাস শেয়ার করে নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে।

.