অস্থির সময়ে চলচ্চিত্র উৎসবে বহুত্ববাদের বার্তা মহেশ ভাট ও শাহরুখের

 ২৫তম কলকাতা আন্তার্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দৃঢ় কণ্ঠে বললেন মহেশ ভাট। 

Updated By: Nov 8, 2019, 08:53 PM IST
অস্থির সময়ে চলচ্চিত্র উৎসবে বহুত্ববাদের বার্তা মহেশ ভাট ও শাহরুখের

নিজস্ব প্রতিবেদন: ''প্রযুক্তির যুগে আমরা বসবাস করছি, যে প্রযুক্তি আমাদের জুড়ে রাখে। অথচ এযুগে দাঁড়িয়েই আমরা সব থেকে বেশি বিভক্ত। বাংলাই একমাত্র জায়গা যেখানে প্রান্তিক মানুষও নিজের ভাষায় স্বাচ্ছন্দ্যে বলতে পারেন।'' ২৫তম কলকাতা আন্তার্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দৃঢ় কণ্ঠে বললেন মহেশ ভাট। 

শুক্রবার কলকাতা আন্তার্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে উঠে বৈচিত্রের মধ্যে ঐক্যের কথা বলতে গিয়ে ভগিনী নিবেদিতার গল্প বললেন স্বনামধন্য পরিচালক, প্রযোজক মহেশ ভাট। তুলে ধরনে রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দের কথাও। তাঁর প্রার্থনা, ভারত বিশাল দেশ, সব ভাষা নিরাপদে থাকুক। তাঁর কথায়, ''আমরা যাঁরা সিনেমা বানাই তাঁরা আমাদের দায়িত্ব অস্বীকার করতে পারি না। আমরাই পারি মানুষকে একটা উজ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখাতে। মানুষকে মানুষের নিজের ভাষায় কথা বলতে দিন অন্য ভাষা চাপিয়ে দেওয়ার কোনও অধিকারই কারোর নেই।''

এদিন মঞ্চে উঠে মহেশ ভাটের বক্তব্যকেই সমর্থ জানান শাহরুখ। তাঁর কথায়, ''সিনেমার মাধ্যমে আমাদের তেমন গল্পই তুলে ধরতে হবে যে গল্প আমাদের একে অপরের বৈচিত্র নিয়ে প্রশ্ন তুলবে না, বরং এক সূত্রে বেঁধে রাখবে। ''

আরও পড়ুন-২৫তম চলচ্চিত্র উৎসবে চাঁদের হাট, প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করলেন শাহরুখ

আরও পড়ুন-চলচ্চিত্র উৎসবে শাহরুখকে রবি ঠাকুরের কবিতা শেখালেন রাখী

শাহরুখ আরও বলেন, বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে আমি আমার দায়িত্ব পালন করছি। এদিন চলচ্চিত্র উৎসবের উপস্থিত অতিথি মার্কিন অভিনেত্রী অ্যান্ডি ম্যাকডোয়েলের উদ্দেশে শাহরুখ বলেন, ''সেই ২৬ বছর বয়স থেকে আমি তোমায় ভালোবাসি।'' উপস্থিত অতিথি সৌরভ গঙ্গোপাধ্যায় তথা বিসিসিআই-এর প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে বলেন, দাদাই আমায় বাংলার ক্রিকেট টিম কিনতে উৎসাহ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে বলেন, তাঁর মতো আন্তরিকতা খুব কম মানুষেরই রয়েছে। 

এদিন মহেশ ভাট ও শাহরুখের বক্তব্য শুনে অভিভূত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি স্পষ্ট জানান, যেসমস্ত কথা অন্যরা বলতে ভয় পান, মহেশজি নির্দ্বিধায়, নির্ভয়ে সেসমস্ত কথা বলতে পারেন। পাশাপাশি শাহরুখকে ভাতৃসম বলে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, শাহরুখই সেরা। মুখ্যমন্ত্রীর কথায়, এতবড় হওয়ার পরও ওর অহংকার নেই, ও নিজেই নিজের অহংকার। 

.