শারদীয়া
যেমন চ্যাপলিন। তাঁর নির্মাণের আপাত হাসি হুল্লোড়ের নিচ দিয়ে তির তির বয়ে চলে চোখের জল। ঠিক তেমনই একটি কবিতা তার আপাত অন্ধকার চিত্রকল্পের নিচ দিয়ে বয়ে চলা স্বপ্ন পৃথিবীর ইশারায় আমাকে এই উত্সবের দিনগুলিতে আক্রান্ত করে।এই আক্রমণ গত প্রায় বিশ বছর ধরেই আমার এক অর্জন। সদ্য শুরু হয়েছে আমাদের ওয়েবযাত্রা। এই মওকায় আমার ওই আক্রান্ত ইন্দ্রিয়টিকে চাইছি ভাগ করে নিতে।
যেমন চ্যাপলিন। তাঁর নির্মাণের আপাত হাসি হুল্লোড়ের নিচ দিয়ে তির তির বয়ে চলে
চোখের জল। ঠিক তেমনই একটি কবিতা তার আপাত অন্ধকার চিত্রকল্পের নিচ দিয়ে
বয়ে চলা স্বপ্ন পৃথিবীর ইশারায় আমাকে এই উত্সবের দিনগুলিতে আক্রান্ত করে।
এই আক্রমণ গত প্রায় বিশ বছর ধরেই আমার এক অর্জন।
সদ্য শুরু হয়েছে আমাদের ওয়েবযাত্রা। এই মওকায় আমার ওই আক্রান্ত ইন্দ্রিয়টিকে
চাইছি ভাগ করে নিতে। কবিতাটি লিখেছিলেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়...
আসিস যাস
দেখতে কি পাস
মানুষ খাচ্ছে ঘাসের বিচি
খরা ছাড়াই, বন্যা ছাড়াই
কানে কি তোর যায় না
শিশুর মড়া হারের অভিশাপ-
ছিঃ, কেমন দেশে জন্মেছিলাম!
দেবতাত্মা ভারতবর্ষের এই চেহারা
ঢাকের শব্দে মুছবে কারা!
আসিস যাস, তোর কি কোনও লজ্জাও নেই!
উত্সবের দিনগুলি হয়ে উঠুক বাস্তবরঙিন
রাহুল পুরকায়স্থ