তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, উত্তপ্ত হাওড়া

গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল কংগ্রেস। এবার সামান্য ট্রান্সফরমার বসানোকে কেন্দ্র করে ফের গোষ্ঠীকোন্দলে জড়িয়ে পড়ার অভিযোগ উঠল হাওড়ার ডোমজুড় থানা এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে।

Updated By: Apr 5, 2012, 09:00 PM IST

গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল কংগ্রেস। এবার সামান্য ট্রান্সফরমার বসানোকে কেন্দ্র করে ফের গোষ্ঠীকোন্দলে জড়িয়ে পড়ার অভিযোগ উঠল হাওড়ার ডোমজুড় থানা এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকালে বাঁকড়া নতুনপাড়ায় একটি ট্রান্সফরমার বসানোকে কেন্দ্র করেই শুরু হয় সংঘর্ষ। স্থানীয়সূত্রে খবর, প্রাথমিকভাবে ট্রান্সফরমার ঠিক কোথায় বসানো হবে তাই নিয়ে ২ পাড়ার বাসিন্দাদের মধ্যে বচসা থেকে সংঘর্ষের সূত্রপাত। পরে এলাকার তৃণমূল নেতারা ঘটনায় জড়িয়ে পড়ায় বচসা গোষ্ঠীসংঘর্ষের আকার নেয়।
স্থানীয় তৃণমূল নেতা শেখ আবু কালামের অভিযোগ, ঘটনার জেরে তাঁদের গোষ্ঠীর কর্মীসমর্থকদের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে তৃণমূলেরই বিরুদ্ধ  গোষ্ঠী। সংঘর্ষের জেরে সকাল থেকে দফায় দফায় ইঁটবৃষ্টি এবং বোমাবাজির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়।  বন্ধ হয়ে যায় এলাকার অধিকাংশ দোকানপাট। ইঁটবৃষ্টির কবল থেকে বাদ পড়েনি স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলও। তবে গোষ্ঠীসংঘর্ষের অভিযোগ খারিজ করে দিয়েছেন এলাকার আরেক তৃণমূল নেতা সামসুল আলম। পরে ঘটনাস্থলে যায় ডোমজুড় থানার পুলিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা  হয় র‍্যাফ । সংঘর্ষের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিস পিকেটও।
 
 

.