নবমীর সকালে বর্ধমানের গলসিতে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত বেহালার পাঁচ বাসিন্দা
ট্রাক, স্করপিও মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল পাঁচ জনের। আহত চার। ঘটনাটি ঘটে বর্ধমানের গলসি থানার দু নম্বর জাতীয় সড়কের কাছে কুল গড়িয়াতে। আজ সকালে স্করপিও গাড়িতে করে দুর্গাপুর থেকে কলকাতায় ফিরছিলেন বেহালার বাসিন্দা শম্ভু দলপতি ও তাঁর পরিবার।
ট্রাক, স্করপিও মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল পাঁচ জনের। আহত চার। ঘটনাটি ঘটে বর্ধমানের গলসি থানার দু নম্বর জাতীয় সড়কের কাছে কুল গড়িয়াতে। আজ সকালে স্করপিও গাড়িতে করে দুর্গাপুর থেকে কলকাতায় ফিরছিলেন বেহালার বাসিন্দা শম্ভু দলপতি ও তাঁর পরিবার।
সেই সময়ই কুল গড়িয়ার কাছে একটি ট্রাক ধাক্কা মারে তাঁদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় পরিবারের পাঁচ সদস্যের। আহত চার জনকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিত্সার পর তাঁদের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।