চাপে পড়ে বীরভূম কাণ্ডে সিআইডি তদন্তে রাজি হল রাজ্য সরকার

Updated By: Jan 20, 2015, 04:08 PM IST
চাপে পড়ে বীরভূম কাণ্ডে সিআইডি তদন্তে রাজি হল রাজ্য সরকার

 

ওয়েব ডেস্ক: হাইকোর্ট জেলা পুলিসের তদন্তে অনাস্থা প্রকাশ করায় বীরভূম কাণ্ডে এবার সিআইডি তদন্তে রাজি হল রাজ্য সরকার। বীরভূমে মহিলা নির্যাতনকাণ্ডে রাজ্য কি ব্যবস্থা নিয়েছে সরকারি আইনজীবীর কাছে আজ  তা জানতে চান  প্রধান বিচারপতি।

সরকারি আইনজীবী জানান, তদন্ত করছে জেলা পুলিস। কিন্তু, পুলিসই যেখানে কাঠগড়ায় সেখানে তাদের নেতৃত্বে তদন্ত কমিটি কেন গঠন হয়েছে সরকারি আইনজীবীর কাছে  তা জানতে চায় হাইকোর্ট। চাপের মুখে আদালতের কাছে সিআইডি তদন্তের আর্জি জানায় রাজ্য। মামলার পরবর্তী শুনানি চার সপ্তাহ পর। অন্যদিকে, অভিযুক্ত পুলিস কর্মীদের উপযুক্ত শাস্তির দাবিতে আজ হাইকোর্টের দ্বারস্থ হন নির্যাতিতার স্বামী।

সাত্তোরের মহিলার ওপর অকথ্য নির্যাতনের ঘটনায় ক্লোজ করা হল SOG-র ওসি কার্তিক মোহন ঘোষকে। কার্তিক মোহন ঘোষ সহ বেশ কয়েকজন পুলিসকর্মীর নাম সংবাদমাধ্যমের কাছে জানিয়েছিলেন নির্যাতিতা।

.