সাপের কামড় খেয়েও প্রাণ বাঁচাতে জ্যান্ত সাপ নিয়েই দৌড়, হাসপাতালে মৃত যুবক
প্রাণ বাঁচাতে বিষধর সাপের কামড় খেয়েও জ্যান্ত সাপ নিয়েই হাসপাতালে ছুটেছিলেন, তবুও শেষ রক্ষা হল না। হাসপাতালে মারা গেলেন যুবক।
Updated By: Aug 30, 2015, 07:56 PM IST
ওয়েব ডেস্ক: প্রাণ বাঁচাতে বিষধর সাপের কামড় খেয়েও জ্যান্ত সাপ নিয়েই হাসপাতালে ছুটেছিলেন, তবুও শেষ রক্ষা হল না। হাসপাতালে মারা গেলেন যুবক।
কামড়ে ছিল বিষধর সাপ। সেই সাপ জ্যান্তই ধরে নিয়ে সোজা হাসপাতালে চলে গেলেন স্বপন মাল। বীরভূমের মহম্মদবাজার থানার রাজ্যধরপুরে সাপ ধরতে গিয়ে বিষধর সাপের কামড় খান স্বপন। সাপটিকে ধরে সোজা তিনি হাজির হন মহম্মদ বাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। প্রাথমিক চিকিত্সার পর তাঁকে রেফার করা হয় সিউড়ি সদর হাসপাতালে। সাপে কাটা স্বপন মাল ও বিষধর সাপ, দুজনকেই দেখতে ভিড় জমে যায় হাসপাতালে।
Tags: