২৪ ঘণ্টার খবরের জের, রোগীদের খাবার দেওয়া শুরু হল হাওড়া জেলা হাসপাতালে

২৪ ঘণ্টার খবরে টনক নড়ল স্বাস্থ্য কর্তাদের। রোগীদের খাবার দেওয়া শুরু হল দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে। এক সপ্তাহ ধরে ওই হাসপাতালে রোগীদের খাবার দেওয়া হচ্ছিল না। গতকাল এই খবর সম্প্রচার করি আমরা। খবর সম্প্রচারের পরেই সমস্যা মেটাতে ততপর হয় স্বাস্থ্য দফতর।

Updated By: Feb 12, 2014, 10:51 PM IST

২৪ ঘণ্টার খবরে টনক নড়ল স্বাস্থ্য কর্তাদের। রোগীদের খাবার দেওয়া শুরু হল দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে। এক সপ্তাহ ধরে ওই হাসপাতালে রোগীদের খাবার দেওয়া হচ্ছিল না। গতকাল এই খবর সম্প্রচার করি আমরা। খবর সম্প্রচারের পরেই সমস্যা মেটাতে ততপর হয় স্বাস্থ্য দফতর।

দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে সাকুল্যে রোগীর সংখ্যা ৩০ । রোগীদের খাবার সরবরাহের দায়িত্বে রয়েছে স্বনির্ভর সংস্থা। কিন্তু পাওনা না মেটানোয় প্রায় এক সপ্তাহ ধরে খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছিল সংস্থাটি। সরকারি হাসপাতালের এই দুরবস্থার খবর মঙ্গলবার প্রথম সম্প্রচারিত হয় ২৪ ঘণ্টায়। এরপরই টনক নড়ে স্বাস্থ্য কর্তাদের। রাত থেকেই ফের শুরু হয় রোগীদের খাবার সরবরাহ।

বুধবার প্রাতরাশ থেকে শুরু করে রাতের খাবার সবকিছুই দেওয়া হয় একদম ঘড়ি ধরে। খাবার সরবরাহ ফের নিয়মিত হওয়ায় খুশি হাসপাতালের রোগীরাও। সমস্যা তো মিটল, কিন্তু প্রশ্ন উঠছে সরকারি হাসপাতালে এই অবস্থা তৈরি হল কেন ? নিজেদের মধ্যে সমন্বয়ের অভাবকেই এই অবস্থার জন্য দায়ী করছে স্বাস্থ্যদফতর ।

.