যুবককে নগ্ন করে ছবি তুলে ইন্টারনেটে পোস্টিংয়ের অভিযোগ জওয়ানের বিরুদ্ধে
যুবককে নগ্ন করে আপত্তিকর ছবি তুলে ইন্টারনেটে পোস্টিং। গুরুতর এই অভিযোগ উঠেছে খড়গপুরের সালুয়ার ইএফআর জওয়ানদের বিরুদ্ধে । অভিযোগ, এর আগে শারীরিক অত্যাচারও করা হয় ওই যুবকের ওপর।
Updated By: Dec 24, 2014, 07:43 PM IST
ওয়েব ডেস্ক: যুবককে নগ্ন করে আপত্তিকর ছবি তুলে ইন্টারনেটে পোস্টিং। গুরুতর এই অভিযোগ উঠেছে খড়গপুরের সালুয়ার ইএফআর জওয়ানদের বিরুদ্ধে । অভিযোগ, এর আগে শারীরিক অত্যাচারও করা হয় ওই যুবকের ওপর।
অপমানিত ওই যুবক এরপর আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। এঘটনায় প্রথমে অভিযোগ নিতে চায়নি খড়্গপুর গ্রামীণ থানা, দাবি ওই যুবকের পরিবারের। এখবর চব্বিশ ঘণ্টায় সম্প্রচারিত হওয়ার পরেই অভিযোগ দায়ের করে পুলিস। মোবাইলের পার্টস চুরির অভিযোগে ওই যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল জওয়ানেরা। এরপরেই নগ্ন করে তাঁর ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।
Tags: