সোমবার ভোট দ্বিতীয় দফার, রাজ্যে অশান্তি ক্রমশ বাড়ছে

বৃহস্পতিবার প্রথম দফার ভোট দেখেছিল বাইক বাহিনীর দাপট আর নৈরাজ্য, বুথ দখলের ছবি। এখন প্রশ্ন দু দিন বাদে অর্থাত্‍ সোমবার পঞ্চায়েত ভোটের দ্বিতীয় দফায় রাজ্য ঠিক কী দেখতে চলেছে। সোমবার তিন জেলায় দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যজুড়ে হিংসা অব্যাহত৷ অশান্তির বিরাম নেই৷ প্রায় প্রতিটি ক্ষেত্রেই অভিযুক্ত শাসক দল তৃণমূল কংগ্রেস৷ কোথাও আবার তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তপ্ত এলাকা৷

Updated By: Jul 13, 2013, 05:08 PM IST

বৃহস্পতিবার প্রথম দফার ভোট দেখেছিল বাইক বাহিনীর দাপট আর নৈরাজ্য, গুন্ডামির ছবি। এখন প্রশ্ন দু দিন বাদে অর্থাত্‍ সোমবার পঞ্চায়েত ভোটের দ্বিতীয় দফায় রাজ্য ঠিক কী দেখতে চলেছে। সোমবার তিন জেলায় দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যজুড়ে হিংসা অব্যাহত৷ অশান্তির বিরাম নেই৷ প্রায় প্রতিটি ক্ষেত্রেই অভিযুক্ত শাসক দল তৃণমূল কংগ্রেস৷ কোথাও আবার তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তপ্ত এলাকা৷
উত্তর ২৪ পরগনার মহিষবাথানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সিপিআইএমের মিছিলে হামলা চালায় বলে অভিযোগ৷ আহত হয়েছেন ২জন সিপিএম কর্মী৷ প্রতিবাদে কিছুক্ষণের জন্য রাজারহাট এক্সপ্রেসওয়ে অবরোধ করেন সিপিআইএম কর্মীরা৷ আটকে পড়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের গাড়ি৷
বর্ধমানের বুদবুদের রঘুনাথপুর গ্রামে সিপিআইএম ও তৃণমূলের জনসভাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়৷ সিপিআইএমে-র পতাকা ও হোর্ডিং ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷
ভোট শেষ হওয়ার পরে অশান্তির চলছে বাঁকুড়ায়৷ মেজিয়ার জকোমালিতে সিপিআইএমের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ৷
বাঁকুড়ার তালডাংরায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ৷ উত্তপ্ত হারমাশরা গ্রাম৷ আহত ১ তৃণমূলকর্মী৷ গ্রেফতার ১৷
হুগলির মগরায় কংগ্রেসের পঞ্চায়েত সমিতির প্রার্থীর বাড়িতে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ কংগ্রেসের অভিযোগ, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতেই এই হামলা চালানো হয়েছে৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা৷

.