ধৃত মাওনেতার ৭ দিনের পুলিসি হেফাজত

জনসাধারণের কমিটির নেতা জিতেন মিশ্রকে ৭ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিল খাতড়া মহকুমা আদালত। বুধবার বাঁকুড়ার সারেঙ্গা থানার বেলেপাল গ্রাম থেকে পুলিস তাঁকে গ্রেফতার করে।

Updated By: May 1, 2012, 10:10 PM IST

জনসাধারণের কমিটির নেতা জিতেন মিশ্রকে ৭ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিল খাতড়া মহকুমা আদালত। বুধবার বাঁকুড়ার সারেঙ্গা থানার বেলেপাল গ্রাম থেকে পুলিস তাঁকে গ্রেফতার করে।
২০০৯-এ বেলেপালে ল্যান্ডমাইন রাখার ঘটনায় জিতেন মিশ্র যুক্ত বলে অভিযোগ। মাওবাদীদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে দাবি করেছে পুলিস।   

.