কাল মাধ্যমিক, এখনও অ্যাডমিট কার্ডই হাতে আসেনি, পরীক্ষায় বসা নিয়ে সংশয়
Updated By: Jan 31, 2016, 01:55 PM IST
কাল থেকে শুরু এবছরের মাধ্যমিক পরীক্ষা। অথচ এখনও অ্যাডমিট কার্ড হাতে পায়নি হুগলির শ্রীরামপুর বিদ্যাপীঠের ২৩ জন ছাত্রছাত্রী। এঅবস্থায় আজ শ্রীরামপুর পুরসভার কাউন্সিলরের সঙ্গে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান পড়ুয়ারা। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। ফলে কাল তারা পরীক্ষায় বসতে পারবে কিনা, সংশয় কাটেনি। এঅবস্থায় স্কুলের গাফিলতির বিরুদ্ধে সরব ছাত্রছাত্রীরা। অভিযোগ, টাকা জমা দেওয়ার পরেও তাদের অ্যাডমিট কার্ডের ব্যাপারে কোনও উদ্যোগ নেয়নি স্কুল কর্তৃপক্ষ। শেষ মুহুর্তে অ্যাডমিট কার্ড না মেলায় স্কুলে ক্ষোভ দেখান পড়ুয়ারা। চাপে পড়ে এলাকার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন ওই বেসরকারি স্কুলের কর্ণধার পঙ্কজ গুপ্তা। এরপর বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেন সাংসদ।