জমিদাতাদের আন্দোলনে কারখানায় তালা

জমিদাতাদের আন্দোলনে কারখানার কাজকর্ম লাটে উঠল। এবার খড়গপুরের চাঙ্গুয়ালে। আজ সকাল থেকে ট্র্যাক্টর ইন্ডিয়া লিমিটেড কারখানার সামনে অবরোধে বসেছেন জমিদাতারা।

Updated By: Nov 13, 2013, 10:28 PM IST

জমিদাতাদের আন্দোলনে কারখানার কাজকর্ম লাটে উঠল। এবার খড়গপুরের চাঙ্গুয়ালে। আজ সকাল থেকে ট্র্যাক্টর ইন্ডিয়া লিমিটেড কারখানার সামনে অবরোধে বসেছেন জমিদাতারা।
তাঁদের অভিযোগ, জমি নেওয়ার সময় জমিদাতা পরিবারগুলির একজন করে সদস্যকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। সেইমতো জব কার্ড এবং ট্রেনিংও দেওয়া হয়। কিন্তু আজ পর্যন্ত কাউকে চাকরি দেওয়া হয়নি।
জমিদাতাদের দাবি, কর্তৃপক্ষকে বিষয়টি  জানানো হলে তাঁরা বলেন, ওই জব কার্ডের কোনও গুরুত্বই নেই। সেটি ছিঁড়ে ফেলে দিতে বলা হয়েছে বলেও অভিযোগ। এই অবস্থায় যতদিন তাঁদের চাকরির ব্যাপারে কোনও সিদ্ধান্ত না হয়, ততদিন তাঁরা অবরোধ-আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। অবরোধের জেরে আজ কারখানায় ঢুকতে পারেননি কর্মীরা। গাড়ি যেতে-আসতেও বাধা দেন আন্দোলনকারীরা। গোটা বিষয়ে মুখে কুলুপ এটেছে কারখানা কর্তৃপক্ষ।     

.