কাঁটাপাহাড়িতে থামছে না অর্ধাহারের মৃত্যু মিছিল
থামছে না মৃত্যু মিছিল। বীরভূমের কাঁটাপাহাড়িতে অর্ধাহার, অপুষ্টিজনিত রোগের বলি আরও একজন। আজ সকালে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান ১৯ বছরের সুমিত্রা হাসদাঁ। এনিয়ে গত চারমাসে এলাকায় অর্ধাহার অপুষ্টি জনিত রোগের বলি হলেন ১৭ জন।
থামছে না মৃত্যু মিছিল। বীরভূমের কাঁটাপাহাড়িতে অর্ধাহার, অপুষ্টিজনিত রোগের বলি আরও একজন। আজ সকালে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান ১৯ বছরের সুমিত্রা হাসদাঁ। এনিয়ে গত চারমাসে এলাকায় অর্ধাহার অপুষ্টি জনিত রোগের বলি হলেন ১৭ জন।
সুমিত্রা হাসদাঁ একা নন। কাটাপাহড়ির বেশিরভাগ ঘরেই এখন একই ছবি। অর্ধাহার অপুষ্টিজনিত রোগে ভুগে গত চারমাসে মৃত্যু হয়েছে ১৬ জনের। প্রতিদিন বাড়ছে তালিকা। এলাকারা একমাত্র পাথর খাদান বন্ধ। বন্ধ রোজগার। দু বেলা দুমুঠো দূরের স্বপ্ন। শরীরে বাসা বাঁধছে মারণ রোগ। চিকিত্সার প্রয়োজন, বাধ সেধেছে সামর্থ্য।
ভয়াবহ পরিস্থিতির কথা স্বীকার করছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ও বিএমওএইচ।