উত্তরবঙ্গের লোকালয়ে হাতির হানা ঠেকাতে উদ্যোগী বনদফতর

উত্তরবঙ্গের লোকালয়ে হাতির হানা ঠেকাতে উদ্যোগী হলো বনদফতর। জঙ্গলে পর্যাপ্ত খাদ্যের যোগান দিতে শুরু হয়েছে বিভিন্ন ধরনের ঘাস চাষ। এর ফলে লোকালয়ে হাতির হানা অনেকটাই কমবে বলে মনে করছেন বনকর্মীরা।   

Updated By: Nov 28, 2014, 09:35 PM IST
উত্তরবঙ্গের লোকালয়ে হাতির হানা ঠেকাতে উদ্যোগী বনদফতর

ব্যুরো: উত্তরবঙ্গের লোকালয়ে হাতির হানা ঠেকাতে উদ্যোগী হলো বনদফতর। জঙ্গলে পর্যাপ্ত খাদ্যের যোগান দিতে শুরু হয়েছে বিভিন্ন ধরনের ঘাস চাষ। এর ফলে লোকালয়ে হাতির হানা অনেকটাই কমবে বলে মনে করছেন বনকর্মীরা।   
জঙ্গল থেকে প্রায়ই উত্তরবঙ্গের লোকালয়ে ঢুকে পড়ছে হাতির দল। হাতির হানায় নষ্ট হচ্ছে ফসল, বাড়িঘর। ঘটছে প্রাণহানিও। আর এই সবই হচ্ছে জঙ্গলে পর্যাপ্ত খাদ্য না থাকার কারণে। তাই লোকালয়ে হাতির হানা ঠেকাতে  বাক্সার জঙ্গলের রাজাভাতখাওয়া রেঞ্জের অধীনে প্রায় ১৪ হেক্টর বনাঞ্চলজুড়ে বিভিন্ন ধরনের ঘাস চাষ শুরু শুরু করেছে বনদফতর।

ঘাসের পাশাপাশি নরম বাঁশ, ঢ্যাণ্ডা, মালসা, চেপটি, পুরুম্ভির মতো হাতির প্রিয় খাদ্যের চাষও শুরু হয়েছে।   

আপাতত পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে এই চাষ। সাফল্য পেলে ভবিষ্যতে আরও বেশি এলাকায় চাষের পরিমান বাড়ানো হবে বলে বনদফতর সূত্রে জানানো হয়েছে।  

 

.