`ইঁদুর` সিপিআইএমকে `বিষ` দিয়ে মেরে ফেলার নিদান, অনুব্রতকে শোকজ করল নির্বাচন কমিশন
বিতর্কিত মন্তব্যের জন্য অনুব্রত মণ্ডলকে ফের শোকজ করল নির্বাচন কমিশন। নয়ই মার্চ মঙ্গলকোটে সিপিআইএমকে ইঁদুরের সঙ্গে তুলনা করে বিষ দিয়ে মেরে ফেলার পরামর্শ দিয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। সেই মন্তব্যের জন্যই অনুব্রতকে শোকজ নোটিস ধরালো নির্বাচন কমিশন। তিন দিনের মধ্যে অনুব্রতকে শোকজের জবাব দিতে হবে।
বিতর্কিত মন্তব্যের জন্য অনুব্রত মণ্ডলকে ফের শোকজ করল নির্বাচন কমিশন। নয়ই মার্চ মঙ্গলকোটে সিপিআইএমকে ইঁদুরের সঙ্গে তুলনা করে বিষ দিয়ে মেরে ফেলার পরামর্শ দিয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। সেই মন্তব্যের জন্যই অনুব্রতকে শোকজ নোটিস ধরালো নির্বাচন কমিশন। তিন দিনের মধ্যে অনুব্রতকে শোকজের জবাব দিতে হবে।
ভোটের মুখে অনুব্রত মণ্ডলের ঝোড়ো ব্যাটিং চলছেই। সিপিআইএমকে ফের ইঁদুর বলে, তাদের সাবাড় করে ফেলার নিদান দেন তিনি। তৃণমূলের জেলা সভাপতি আমোদপুরে একটি দলীয় কর্মিসভায় গিয়েছিলেন। সেখানে সিপিআইএমকে গেছো ইঁদুর বলে মন্তব্য করেন তিনি।
কর্মী-সমর্থক ঠাসা সভায় অনুব্রত বলেন, সিপিআইএম ৩৪ বছরে অনেক সর্বনাশ করেছে। তাদের ভোট দেবেন না। এরপরই তার নিদান, গেছো ইঁদুর গাছ থেকে নামলেই বিড়ালের মতো তাদের খেয়ে ফেলুন। এর আগেও সিপিআইএমকে ইঁদুর বলে কটাক্ষ করেছেন অনুব্রত। বিষ দিয়ে তাদের মেরে ফেলার নিদানও দিয়েছিলেন। অনুব্রতর ওই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়। বিরোধীদের অভিযোগের ভিত্তিতে, বীরভূমের জেলাশাসকের কাছ থেকে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন।