দুর্গাপুরের মাঠে এখন আর দেখা যায় না সেই চেনা ছবি!
বদলে গেছে দুর্গাপুর। এক সময় দুর্গাপুরের মাঠগুলি জমজমাট থাকত খেলোয়াড়দের ভিড়ে। তা সে ফুটবল হোক বা ক্রিকেট। খেলা নিয়ে দুর্গপুরবাসীর উত্সাহ ছিল চোখে পড়ার মতো। এখানের বহু খেলোয়াড়ই নাম করেছেন জাতীয় স্তরে।
Updated By: Mar 24, 2017, 07:47 PM IST
ছবিটি প্রতীকী
ওয়েব ডেস্ক : বদলে গেছে দুর্গাপুর। এক সময় দুর্গাপুরের মাঠগুলি জমজমাট থাকত খেলোয়াড়দের ভিড়ে। তা সে ফুটবল হোক বা ক্রিকেট। খেলা নিয়ে দুর্গপুরবাসীর উত্সাহ ছিল চোখে পড়ার মতো। এখানের বহু খেলোয়াড়ই নাম করেছেন জাতীয় স্তরে।
আরও পড়ুন- মহিলার রহস্যমৃত্যু ঘিরে উত্তপ্ত ক্যানিং
তবে, গত দেড় দশকে একটু-একটু করে উধাও হয়ে গিয়েছে সেই চেনা মাঠের ছবিটা। খা-খা করছে মাঠগুলি। ফুটবল বা ক্রিকেট নিয়ে আজকের প্রজন্ম আর তেমন ভাবে উত্সাহী নয়। সকাল সন্ধে যে সব মাঠে জমজমাট ম্যাচ হত, তা এখন পড়ে থাকে অযত্নে-অবহেলায়। কেনও এমন ঘটনা? উত্তর নেই কারও কাছেই।