লাইনে জল জমায় বিঘ্নিত শিয়ালদহ শাখার বেশ কিছু রেল পরিষেবা

লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের বিভিন্ন জেলা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ অক্ষরেখার জেরে রাতভর বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। প্রবল বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার পঞ্চাশটি ওয়ার্ড। উত্তর চব্বিশ পরগনার বেলঘরিয়া, বারাকপুর, খড়দহ এলাকা কার্যত জলের তলায়। হুগলির হিন্দমোটর, শ্রীরামপুর, চুঁচুড়াতেও প্রবল বৃষ্টিতে নাজেহাল মানুষ।

Updated By: Jun 30, 2013, 11:58 AM IST

লাইনে জল জমায় বিঘ্নিত শিয়ালদহ শাখার বেশ কিছু রেল পরিষেবা। সোনারপুর, সোদপুর, বেলঘড়িয়া, চাকদা, দমদম ক্যান্টনমেন্ট, কাঁকিনাড়া সহ বেশ কিছু স্টেশন থেকে ট্রেন দেরিতে ছাড়ছে। সিগন্যাল খারাপ হওয়ায় বিপত্তি বলে জানা গিয়েছে।
লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের বিভিন্ন জেলা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ অক্ষরেখার জেরে রাতভর বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। প্রবল বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার পঞ্চাশটি ওয়ার্ড। উত্তর চব্বিশ পরগনার বেলঘরিয়া, বারাকপুর, খড়দহ এলাকা কার্যত জলের তলায়। হুগলির হিন্দমোটর, শ্রীরামপুর, চুঁচুড়াতেও প্রবল বৃষ্টিতে নাজেহাল মানুষ।
টিকিয়াপাড়া ও সাঁতরাগাছি কারশেডে জল জমায় হাওড়া পূর্ব ও দক্ষিণ পূর্ব শাখায় ব্যাহত ট্রেন চলাচল৷ জল জমেছে ঘাটালেও। বাঁকুড়া শহর, পুরুলিয়ার বেশ কিছু অংশে, মালদার বিস্তীর্ণ অংশে জলে থইথই অবস্থা।

.