সংঘর্ষে গুলিবিদ্ধ এক সিপিআইএম কর্মী
উত্তর দিনাজপুরের ভুজাগাঁওয়ে কংগ্রেস কর্মীদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হলেন সিপিআইএম কর্মী আব্দুল হাকিম। সিপিআইএমের অভিযোগ, সংঘর্ষস্থল অবরুদ্ধ করে রেখেছিল কংগ্রেসি দুষ্কৃতীরা।
Updated By: Feb 1, 2012, 10:41 AM IST
উত্তর দিনাজপুরের ভুজাগাঁওয়ে কংগ্রেস কর্মীদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হলেন সিপিআইএম কর্মী আব্দুল হাকিম। সিপিআইএমের অভিযোগ, সংঘর্ষস্থল অবরুদ্ধ করে রেখেছিল কংগ্রেসি দুষ্কৃতীরা। তাই গুলিবিদ্ধ হওয়ার পরেই দীর্ঘক্ষণ আবদুল হাকিমকে উদ্ধার করা যায়নি। রাত ১১ টার পর আবদুল হাকিমকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। গোটা ঘটনায় পুলিসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে স্থানীয় সিপিআইএম নেতৃত্ব।