স্কুল নির্বাচন ঘিরে উত্তপ্ত আসানসোল

স্কুল নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আসানসোলের বেনালি। বৃহস্পতিবার সকালে বেনালি জুনিয়র হাইস্কুল নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল ও সিপিআইএম সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।

Updated By: Apr 19, 2012, 04:07 PM IST

স্কুল নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আসানসোলের বেনালি। বৃহস্পতিবার সকালে বেনালি জুনিয়র হাইস্কুল নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল ও সিপিআইএম সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
সিপিআইএমের অভিযোগ, তাদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন ২ পক্ষের কুড়ি জন সমর্থক। এদের মধ্যে কয়েকজনকে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

.