অধীর চৌধুরীর 'পাখির চোখ' এখন ভাঙড়
ভাঙড়বাসীর অভিযোগ নিয়ে জাতীয় সংখ্যালঘু কমিশনে যাচ্ছেন অধীর চৌধুরী। পাশাপাশি বিধাননগরের মেয়রের দফতরের সামনে ধর্নায় বসারও হুঁশিয়ারি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
ওয়েব ডেস্ক : ভাঙড়বাসীর অভিযোগ নিয়ে জাতীয় সংখ্যালঘু কমিশনে যাচ্ছেন অধীর চৌধুরী। পাশাপাশি বিধাননগরের মেয়রের দফতরের সামনে ধর্নায় বসারও হুঁশিয়ারি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
সব্যসাচী দত্ত ভাঙড়ে ঢুকে অশান্তি ছড়িয়েছেন বলে অভিযোগ করেন তিনি। রাজ্যে নিজেদের অস্তিত্ব জানান দিতে ভাঙড়কেই পাখির চোখ করেছেন অধীর চৌধুরী। বারবার ভাঙড়ে যাচ্ছেন। ভাঙড়বাসীর পাশে থাকার বার্তা দিচ্ছেন।
আজও ফের ভাঙড়ে যান তিনি। কামারআইট গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। গ্রামবাসীরা তাঁদের অভিযোগ জানান অধীর চৌধুরীকে। যে সব ভাঙড়বাসী রাজারহাট-নিউটাউন এলাকায় কাজ করতে যান, তাঁদের কাজে যেতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন কামারআইট গ্রামের বাসিন্দারা।
আরও পড়ুন, রেশন সামগ্রী দেওয়া নিয়ে ধুন্ধুমার কোচবিহারের টাকগাছ