বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় হামলা

হাওড়ার জগাছায় বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় হামলা। রাতে ইছাপুর শুমি চণ্ডীপুরে কালীপুজো চলাকালীন বাইক নিয়ে প্রতিযোগিতা শুরু করে একদল স্থানীয় যুবক। খোলা রাস্তায় চলতে থাকে তাদের মধ্যে বাইকের রেষারেষি।

Updated By: May 29, 2016, 02:02 PM IST
বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় হামলা

ওয়েব ডেস্ক: হাওড়ার জগাছায় বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় হামলা। রাতে ইছাপুর শুমি চণ্ডীপুরে কালীপুজো চলাকালীন বাইক নিয়ে প্রতিযোগিতা শুরু করে একদল স্থানীয় যুবক। খোলা রাস্তায় চলতে থাকে তাদের মধ্যে বাইকের রেষারেষি।

এই ঘটনার প্রতিবাদ করায় মুহুর্তে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বাইক থামিয়ে নেমে কার্যত তাণ্ডব চালায় ওই যুবকরা। তাদের বিরুদ্ধে মহিলাদের হেনস্থা, ভাঙচুরেরও অভিযোগ ওঠে। হামলার নেপথ্যে ছিলেন সুমন ঘোষ নামে স্থানীয় এক যুবক। বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে রাতেই ঘটনাস্থলে গিয়ে সুমনের বাবা লাল্টু ঘোষকে আটক করে পুলিস। তবে অভিযুক্তরা এখনও পলাতক।

.