খাদান গর্ভে নিখোঁজ ৮ শ্রমিক

অবৈধ খাদান ভরাটের কাজ করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন ৮ জন শ্রমিক। গতকাল দুপুরে আসানসোলের জামুরিয়ায় পরিহারপুর গ্রামে পুলিসের তদারকিতে অবৈধ খাদান ভরাটের কাজ চলছিল। ওই খাদানের ভেতরেই কাজ করছিলেন আট খাদান শ্রমিক। সন্ধের পরেও ৮ জনের কেউ বাড়ি না ফেরায় উদ্বিগ্ন পরিবার খোঁজাখুঁজি শুরু করেন।

Updated By: May 3, 2014, 08:34 AM IST

অবৈধ খাদান ভরাটের কাজ করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন ৮ জন শ্রমিক। গতকাল দুপুরে আসানসোলের জামুরিয়ায় পরিহারপুর গ্রামে পুলিসের তদারকিতে অবৈধ খাদান ভরাটের কাজ চলছিল। ওই খাদানের ভেতরেই কাজ করছিলেন আট খাদান শ্রমিক। সন্ধের পরেও ৮ জনের কেউ বাড়ি না ফেরায় উদ্বিগ্ন পরিবার খোঁজাখুঁজি শুরু করেন।

সন্ধান না মেলায় শেষমেষ খাদানের ভেতরেই ওই ৮ কর্মী রয়ে গেছেন বলে আশঙ্কা করছেন তাদের পরিবার। রাতেই খবর দেওয়া হয় পুলিসে। দীর্ঘক্ষণ পরেও পুলিস না আসায় গ্রামের মানুষই উদ্ধারকার্যে হাত লাগায়। ৮ জনের মধ্যে ৬ জন পরিহারপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। বাসিন্দাদের অভিযোগ রাত ১১ টার পর ঘটনাস্থলে পুলিস এলেও তাদের ভূমিকা ছিল নিতান্তই দর্শকের। ড্রেজার ও বোরিং মেশিন দিয়ে ফের খাদান খোঁড়ার কাজ শুরু হয়েছে।

.