গরুর গাড়ি করে ঘোরানো হবে বাম নেতাদের, ফের স্বহিমায় অনুব্রত

পাড়ুই হত্যাকাণ্ড মামলায় কিছুটা অক্সিজেন পাওয়ার পর ফের স্বহিমায় অনুব্রত মণ্ডল। তৃণমূলের আমলে তিন বছরে রাজ্যে বহু উন্নয়ন হয়েছে। কিন্তু বামেরা তা দেখতে পায় না। কোথায় কি উন্নয়ন হয়েছে তা দেখাতে গরুর গাড়ি করে ঘোরানো হবে বাম নেতাদের। আজ রামপুরহাটের কাশীপুরে নির্বাচনী সভায় এই মন্তব্য করেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।

Updated By: Apr 12, 2014, 10:11 PM IST

পাড়ুই হত্যাকাণ্ড মামলায় কিছুটা অক্সিজেন পাওয়ার পর ফের স্বহিমায় অনুব্রত মণ্ডল। তৃণমূলের আমলে তিন বছরে রাজ্যে বহু উন্নয়ন হয়েছে। কিন্তু বামেরা তা দেখতে পায় না। কোথায় কি উন্নয়ন হয়েছে তা দেখাতে গরুর গাড়ি করে ঘোরানো হবে বাম নেতাদের। আজ রামপুরহাটের কাশীপুরে নির্বাচনী সভায় এই মন্তব্য করেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।

এদিকে, মেদিনীপুর সদর ব্লকে আজ ভোট প্রচারে নামেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্ধ্যা রায়। বিভিন্ন এলাকায় একাধিক পথসভা করেন তিনি। নিজে অভিনয় করেছেন এমন ছবির প্রসঙ্গ তিনি টেনে আনেন প্রচারে। নির্বাচনে জয়ী হলে কাজ করবেন গ্রামাঞ্চলের গরিব মানুষের উন্নযনে, ভাষণে বলেন সন্ধ্যা রায়।

অন্যদিকে, কমিশনের নির্দেশে বদলি হওয়া ডিএম-এসপিদের ভোটের পর আগের জায়গায় ফিরিয়ে দেওয়া হবে। এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই ধরনের মন্তব্য করে কার্যত প্ররোচনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। যা পারো করে নাও, এমনই বার্তাই যাবে এধরনের বক্তব্য থেকে। আজ বোলপুরের সভায় এই মন্তব্য করেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।

.