Abhishek Banerjee: ‘দল বড় হলে গোষ্ঠীদ্বন্দ্ব স্বাভাবিক'! পার্টির অন্দরেই মনোমালিন্য, মানলেন অভিষেক...

Abhishek Banerjee: মালদহে পর পর দুই তৃণমূল কর্মী খুন। একজন তৃণমূল কাউন্সিলর আরেকজন কর্মী। দুলাল সরকার খুনকাণ্ডে ধৃত তৃণমূলেরই শহর সভাপতি। সেই আবহে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Updated By: Jan 15, 2025, 02:37 PM IST
Abhishek Banerjee: ‘দল বড় হলে গোষ্ঠীদ্বন্দ্ব স্বাভাবিক'! পার্টির অন্দরেই মনোমালিন্য, মানলেন অভিষেক...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৩ দিন আগে মালদহে তৃণমূল কাউন্সিলার খুন হওয়া নিয়ে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে নাকি গোষ্ঠীকোন্দল আছে। মেনে নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি রাজনৈতিক দল বড় হলে তখন এই সমস্ত জিনিসগুলি নাকি স্বাভাবিক। অভিষেকের কথায়, 'এটা পরিবারের নিয়ম, এটা সংসারের রীতিনীতি। তার মানে এই না আমি যা ইচ্ছা করে বেড়াবো।' 

আরও পড়ুন: আরও বেপরোয়া বাংলাদেশ, চাপড়ায় এপার থেকে কৃষককে তুলে নিয়ে গেল বিজিবি

বুধবার দক্ষিণ ২৪ পরগনার ফলতায় 'সেবাশ্রয়' শিবির করা হয়েছিল। সেখানেই উপস্থিত ছিলেন সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, ২ জানুয়ারি তৃণমূল কাউন্সিলার দুলাল সরকার খুন হন। তাতে মূল মাথা হিসাবে উঠে আসে মালদহ শহর তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারির নাম। গ্রেফতার হওয়ার পরেই তৃণমূল তাঁকে বহিষ্কার করে। সেই আবহেই মঙ্গলবার দুলাল সরকার খুনের আবহে ফের খুন হয় আরও এক তৃণমূল কর্মী। এই রকম বারবার হিংসার ঘটনায় প্রশ্ন উঠছে পুলিসের তৎপরতা নিয়ে। 

পাশাপাশি প্রশ্ন উঠছে এবং প্রকাশ্যে আসছে শাসকদলের কোন্দল নিয়ে। তিনি বলেন, 'কেউ দলকে যদি কমজোর বানাতে চাই, তার বিরুদ্ধে বিগত দিনেও দলীয় শৃঙ্খলা কমিটি ব্যবস্থা নিয়েছে এবং নেবেও।' পাশাপাশি তিনি আরও বলেন, 'কোনও অপরাধের সঙ্গে যদি কেউ যুক্ত থাকে। রাজ্যের পুলিস প্রশাসন দলমত নির্বিশেষে তাদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেবে।'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.