ইরাকে অপহৃত নির্মানকর্মীদের মধ্যে নদিয়ার তিন বাঙালি

খোকন শিকদার ছাড়াও নদিয়ার আরও দুই নির্মাণকর্মী অপহৃত হয়েছেন ইরাকে। এঁরা সমর ঠিকাদার ও ক্ষিতীশ চন্দ্র বিশ্বাস। রবিবারের পর থেকে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না এই দুজনের সঙ্গেও। উদ্বিগ্ন পরিবারের সদস্যরা জেলাশাসকের সঙ্গে দেখা করেছেন। খোকন শিকদারকে ইরাক থেকে ফিরিয়ে আনার ব্যাপারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন পরিবারের সদস্যরা। রুটি রুজির সন্ধানে নির্মাণকর্মীর কাজ নিয়ে ইরাকের মসুলে গিয়ে অপহৃত হয়েছেন নদিয়ার তেহট্টের ইলসামারির বাসিন্দা খোকন শিকদার। গত রবিবার শেষ কথা হয়েছিল স্ত্রী নমিতা শিকদারের সঙ্গে। এরপর থেকে আর যোগাযোগ করা যায়নি। বৃহস্পতিবার থেকে মোবাইল ফোন বন্ধ রয়েছে খোকন শিকদারের। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যের কথা ভেবে উদ্বিগ্ন বৃদ্ধা মা, স্ত্রী ও মেয়ে।

Updated By: Jun 20, 2014, 08:22 PM IST

খোকন শিকদার ছাড়াও নদিয়ার আরও দুই নির্মাণকর্মী অপহৃত হয়েছেন ইরাকে। এঁরা সমর ঠিকাদার ও ক্ষিতীশ চন্দ্র বিশ্বাস। রবিবারের পর থেকে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না এই দুজনের সঙ্গেও। উদ্বিগ্ন পরিবারের সদস্যরা জেলাশাসকের সঙ্গে দেখা করেছেন। খোকন শিকদারকে ইরাক থেকে ফিরিয়ে আনার ব্যাপারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ
দাবি করেছেন পরিবারের সদস্যরা। রুটি রুজির সন্ধানে নির্মাণকর্মীর কাজ নিয়ে ইরাকের মসুলে গিয়ে অপহৃত হয়েছেন নদিয়ার তেহট্টের ইলসামারির বাসিন্দা খোকন শিকদার। গত রবিবার শেষ কথা হয়েছিল স্ত্রী নমিতা শিকদারের সঙ্গে। এরপর থেকে আর যোগাযোগ করা যায়নি। বৃহস্পতিবার থেকে মোবাইল ফোন বন্ধ রয়েছে খোকন শিকদারের। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যের কথা ভেবে উদ্বিগ্ন বৃদ্ধা মা, স্ত্রী ও মেয়ে।

বাবাকে ফিরিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে মেয়ে রীতা শিকদারও।

শুধু তেহট্টের খোকন শিকদারই নয়। বগুলার বাসিন্দা ক্ষীতিশচন্দ্র বিশ্বাস এবং চাপড়ার মহাখোলার বাসিন্দা সমর ঠিকাদারের অবস্থাও একই রকম। নির্মাণকর্মীর কাজ নিয়ে ইরাকে গিয়ে অপহৃত হয়েছেন এই দুজনও। জেলাশাসকের সঙ্গে দেখা করে দুজনকে ঘরে ফেরানোর দাবি করেছেন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবারই ইরাকে অপহৃত চল্লিশ জনের খোঁজ মিলেছে বলে দাবি করেছে বিদেশমন্ত্রক। যদিও এখনও তাঁরা কোথায় রয়েছেন সে ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।

.