আজ রাশিয়ায় মোদী, বৈঠক হতে পারে নওয়াজের সঙ্গে
তিন দিনের সফরে আজ রাশিয়া পৌছচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মিলিত হতে পারেন।
ওয়েব ডেস্ক: তিন দিনের সফরে আজ রাশিয়া পৌছচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মিলিত হতে পারেন।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকা, এই ৫টি দেশকে নিয়ে তৈরি ব্রিকসের বৈঠকে আর্থিক সহযোগিতা নিয়ে কথা হবে। এছাড়া সাংহাই কো-অপারেশন অরগ্যানাইজেশন বা SCO-র বৈঠকেও হাজির থাকবেন প্রধানমন্ত্রী। এই প্রথম SCO-র বৈঠকে যোগ দিচ্ছেন কোনও ভারতীয় প্রধানমন্ত্রী। বর্তমানে এই সংগঠনের সদস্য রয়েছে ছটি দেশ। দেশগুলি হল, চিন, রাশিয়া, কাজাকস্থান, কিরগিস্তান, উজবেকিস্তান এবং তাজিকিস্তান। বৈঠকে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে সিদ্ধান্ত হতে পারে।