এবার ফতোয়া দিতে পারবেন মহিলারাও, বৈপ্লবিক আইন পাশ হল সৌদিতে
ওয়েব ডেস্ক: এখন থেকে সৌদি ফতোয়া জারি করতে পারবেন মহিলারাও। দেশের সুরা কাউন্সিলে পাশ হয়ে গেল এই নিয়ম। ফলে ফতোয়ার ওপর পুরুষদের একাধিপত্য শেষ হল।
সম্প্রতি সৌদি মহিলারা গাড়ি চালানোর অনুমতি পেয়েছেন। সৌদি সংবাদ মাধ্যমের খবর, দিন দুয়েক আগেই সেই অনুমতি দিয়েছে সরকার। এরপর এই বৈপ্লবিক সিদ্ধান্ত নিল সুরা কাউন্সিল।
প্রসঙ্গত, আগামী জুন মাস থেকেই সৌদি মহিলারা গাড়ি চালাতে পারবেন। মেয়েদের গাড়ি চালি্যে বাইরে ঘোরার অনুমতি দিলে পারিবারিক বন্ধনের ক্ষতি হবে এতদিন দাবি করতেন সেদেশের পণ্ডিতদের একাংশ। এবার সেই গোঁড়ামি তুলে দেওয়ার পাশাপাশি ফতোয়া জারির ক্ষমতাও মহিলাদের দিতে চলেছে সৌদি সরকার।
উল্লেখ্য, গত জুন মাসে দেশের সুরা কউন্সিলের মহিলা সদস্যরা দাবি করেন, ফতোয়া জারির ক্ষমতা শুধুমাত্র পুরুষদের অধিকারে থাকা উচিত নয়। মহিলাদেরও ওই অধিকার দিতে হবে। ওই দাবির পর কাউন্সিলে এনিয়ে প্রবল হইচই হয়। কিন্তু কাউন্সিলের ৪৯তম বৈঠকে ১০৭ ভোটে ওই প্রস্তাব পাশ হয়ে যায়।
আরও পড়ুন-মুকুলকে নিয়ে এখনও দোটানায় বিজেপি