স্বেচ্ছামৃত্যুর অধিকার স্বীকৃতি পেল ক্যালিফোর্নিয়ায়
স্বেচ্ছামৃত্যু বা ইউথেনেশিয়াকে স্বীকৃতি দিল আর এক মার্কিনি প্রদেশ। সোমবার ক্যালিফোর্নিয়ায় কার্যকর হয়ে গেল স্বেচ্ছামৃত্যু আইন। দুরারোগ্য ব্যধিতে যাঁরা কষ্ট পাচ্ছেন এবং রোগমুক্তির কোনও আশা নেই সেইসব ক্ষেত্রে রোগীর মৃত্যুবরণের ইচ্ছাকে সম্মান জানাতেই এই আইন। এক্ষেত্রে চিকিত্সকের সহযোগিতায় নিজের জীবন শেষ করার অধিকার পেলেন রোগগ্রস্ত ব্যক্তি। সোমবারই এই সংক্রান্ত বিলটিতে সই করেছেন গভর্নর জেরি ব্রাউন। যদিও ক্যাথলিক চার্চ থেকে শুরু করে চিকিত্সক সমাজের বড় অংশ এই আইনের বিরোধী। কিন্তু, গভর্নর জানিয়েছেন নিজের বিবেকের কথা শুনেই শেষ পর্যন্ত আইনে সম্মতি দিলেন তিনি। জেরি ব্রাউনের বয়স এখন সাতাত্তর। গভর্নর জানিয়েছেন নিজের পরিণতি সম্পর্কে তাঁর কোনও ধারনা নেই। কিন্তু, কখনই রোগগ্রস্ত অবস্থায় কষ্টভোগ করে মরতে চান না তিনি। ক্যালিফোর্নিয়া হল পঞ্চম মার্কিন যারা স্বেচ্ছামৃত্যুকে স্বীকৃতি দিল। এর আগে ওয়াশিংটন, ভারমন্ট, মন্টানা, ওরেগনে এই আইন রয়েছে।
ব্যুরো: স্বেচ্ছামৃত্যু বা ইউথেনেশিয়াকে স্বীকৃতি দিল আর এক মার্কিনি প্রদেশ। সোমবার ক্যালিফোর্নিয়ায় কার্যকর হয়ে গেল স্বেচ্ছামৃত্যু আইন। দুরারোগ্য ব্যধিতে যাঁরা কষ্ট পাচ্ছেন এবং রোগমুক্তির কোনও আশা নেই সেইসব ক্ষেত্রে রোগীর মৃত্যুবরণের ইচ্ছাকে সম্মান জানাতেই এই আইন। এক্ষেত্রে চিকিত্সকের সহযোগিতায় নিজের জীবন শেষ করার অধিকার পেলেন রোগগ্রস্ত ব্যক্তি। সোমবারই এই সংক্রান্ত বিলটিতে সই করেছেন গভর্নর জেরি ব্রাউন। যদিও ক্যাথলিক চার্চ থেকে শুরু করে চিকিত্সক সমাজের বড় অংশ এই আইনের বিরোধী। কিন্তু, গভর্নর জানিয়েছেন নিজের বিবেকের কথা শুনেই শেষ পর্যন্ত আইনে সম্মতি দিলেন তিনি। জেরি ব্রাউনের বয়স এখন সাতাত্তর। গভর্নর জানিয়েছেন নিজের পরিণতি সম্পর্কে তাঁর কোনও ধারনা নেই। কিন্তু, কখনই রোগগ্রস্ত অবস্থায় কষ্টভোগ করে মরতে চান না তিনি। ক্যালিফোর্নিয়া হল পঞ্চম মার্কিন যারা স্বেচ্ছামৃত্যুকে স্বীকৃতি দিল। এর আগে ওয়াশিংটন, ভারমন্ট, মন্টানা, ওরেগনে এই আইন রয়েছে।