মস্কে প্রার্থণা পোপের

পোপ ফ্রান্সিসকে ঘিরে ফের তোলপাড় বিশ্ব। এবার চাঞ্চল্য পোপের প্রার্থনা নিয়ে। ধর্মীয় ভেদাভেদ শিকেয় তুলে পোপ প্রার্থনা করেছেন তুরস্কের ঐতিহ্যশালী ব্লু মস্কে।

Updated By: Nov 29, 2014, 09:20 PM IST
মস্কে প্রার্থণা পোপের

ওয়েব ডেস্ক: পোপ ফ্রান্সিসকে ঘিরে ফের তোলপাড় বিশ্ব। এবার চাঞ্চল্য পোপের প্রার্থনা নিয়ে। ধর্মীয় ভেদাভেদ শিকেয় তুলে পোপ প্রার্থনা করেছেন তুরস্কের ঐতিহ্যশালী ব্লু মস্কে।

শুরু থেকেই ব্যতিক্রমী। দুরারোগ্য রোগীকে নির্দ্বিধায় চুমু খান, ধুইয়ে দেন এডস আক্রান্তের পা। রোমান ক্যাথলিক রক্ষণশীলতাকে তোয়াক্কা না করে সরব হন সমকামীদের অধিকার নিয়ে। তাঁর মুখেই শোনা যায়, বাইবেলের নতুন ব্যাখ্যা, স্রষ্টা ঈশ্বর, কিন্তু সৃষ্টি এগিয়েছে বিজ্ঞানের নিয়মেই।
সেই ব্যতিক্রমী পোপ প্রথম ফ্রান্সিসই ফের তোলপাড় ফেলে দিলেন। তুরস্কে গিয়ে ইস্তাম্বুলের ব্লু মস্কে সারলেন নীরব প্রার্থনা।

 ক্যাথলিক ক্রিশ্চিয়ানিটির প্রধান পূজারীর দায়িত্ব যখন নিয়েছিলেন তখন নানা অভিযোগে প্রশ্নের মুখে ভ্যাটিকানের ভাবমূর্তি। কিন্তু, ব্যক্তিগত ক্যারিশমায় সেই কাদা অনেকটাই ধুয়ে ফেলতে পেরেছেন পোপ। এবার কাঁধে তুলে নিয়েছেন আরও গুরুতর দায়িত্ব। মুছে ফেলতে হবে ধর্মে-ধর্মে ভেদাভেদ। ইরাক ও সিরিয়ার প্রতিবেশি দেশ তুরস্কে কি সেই বার্তাই বয়ে নিয়ে গেছেন পোপ? ব্লু মস্কে প্রার্থনায় কী চাইলেন পোপ? আর কী বার্তা দিল পোপের প্রার্থনা।

 

.