অস্থিরতার মধ্যে ইরাকে রাজনৈতিক তৎপরতা, আজ বসছে সংসদ অধিবেশন
চরম অস্থিরতার মধ্যেই ইরাকে রাজনৈতিক তত্পরতা তুঙ্গে। ভাইস প্রেসিডেন্টের ডাকে আজ বসছে ইরাকি সংসদের অধিবেশন। নতুন সরকার গড়ার প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে একে। জঙ্গিদের সামনে জোটবদ্ধ সরকারের ছবি তুলে ধরতে এই চেষ্টা বলে মত পর্যবেক্ষক মহলের। নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও ইরাকে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের তিক্ততা চরমে। ইতিমধ্যে রক্তাক্ত যুদ্ধে একের পর এক শহরের দখল নিয়েছে সুন্নি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য ল্যাভেন্টের।বাগদাদের কাছাকাছি পৌছে গিয়েছে জঙ্গিরা। চাপ বাড়ছে প্রধানমন্ত্রী নুরি আল মালিকির ওপর। ইরাকের বর্তমানে যা পরিস্থিতি তা তাঁরই ব্যর্থতার ফল বলে অভিযোগ উঠতে শুরু করেছে। গৃহযুদ্ধ ঠেকাতে দাবি উঠছে নতুন মুখ সামনে আনার। শোনা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমি দুনিয়ার একাধিক দেশেরও মত এমনটাই।
চরম অস্থিরতার মধ্যেই ইরাকে রাজনৈতিক তত্পরতা তুঙ্গে। ভাইস প্রেসিডেন্টের ডাকে আজ বসছে ইরাকি সংসদের অধিবেশন। নতুন সরকার গড়ার প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে একে। জঙ্গিদের সামনে জোটবদ্ধ সরকারের ছবি তুলে ধরতে এই চেষ্টা বলে মত পর্যবেক্ষক মহলের। নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও ইরাকে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের তিক্ততা চরমে। ইতিমধ্যে রক্তাক্ত যুদ্ধে একের পর এক শহরের দখল নিয়েছে সুন্নি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য ল্যাভেন্টের।বাগদাদের কাছাকাছি পৌছে গিয়েছে জঙ্গিরা। চাপ বাড়ছে প্রধানমন্ত্রী নুরি আল মালিকির ওপর। ইরাকের বর্তমানে যা পরিস্থিতি তা তাঁরই ব্যর্থতার ফল বলে অভিযোগ উঠতে শুরু করেছে। গৃহযুদ্ধ ঠেকাতে দাবি উঠছে নতুন মুখ সামনে আনার।
শোনা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমি দুনিয়ার একাধিক দেশেরও মত এমনটাই।
দেশের ভালর জন্য ইরাকে সব দলকে এক হতে হবে। এমন মন্তব্য করেছেন ব্রিটেনের এক শীর্ষ কূটনীতিক, যিনি এমুহুর্তে ইরাক সফর করছেন।
ইরাক-সঙ্কটের সমাধানসূত্রের খোঁজে ইতিমধ্যে প্যারিসে মধ্যপ্রাচ্যের প্রধান সুন্নি গোষ্ঠী নেতাদের একাংশের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন বিদেশ সচিব জন কেরি।
যদিও তিনি যে সরতে নারাজ, একথা একপ্রকার স্পষ্ট করে দিয়েছেন আল মালিকি। ইরাকি সংবিধানের নিয়ম অনুযায়ী, সংসদের অধিবেশন শুরুর একমাসের মধ্যে বেছে নেওয়া হবে প্রেসিডেন্ট। যিনি দায়িত্ব নেওয়ার পনের দিনের মধ্যে সবচেয়ে বেশি আসনপ্রাপ্ত দলকে সরকার গড়তে ডাকা হবে। তাদের বেছে নিতে হবে প্রধানমন্ত্রী কে হবেন।
রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই অশান্ত ইরাকে জঙ্গিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ব্যস্ত ইরাকি সেনা। জঙ্গিদের দখলে থাকা টিকরিটে আকাশপথে হামলা চালিয়েছে সেনা। সূত্রের খবর, শহরের একটি বিশ্ববিদ্যালয়ের দখল নিতে পেরেছেন তাঁরা। টিকরিট জঙ্গি দখলমুক্ত করার লক্ষ্যে যা খুবই গুরুত্বপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের।