পাক সেনার গুলিতে হত ৩২ জঙ্গি
পেশোয়ারের স্কুলে জঙ্গি নাশকতায় ১৪৮ স্কুল পড়ুয়ার মৃত্যর পর পাক সেনার হামলায় ৩২ জন জঙ্গি নিহত হয়েছে। পাক-আফগান সীমান্তে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে জঙ্গিরা।
পাকিস্তান: পেশোয়ারের স্কুলে জঙ্গি নাশকতায় ১৪৮ স্কুল পড়ুয়ার মৃত্যর পর পাক সেনার হামলায় ৩২ জন জঙ্গি নিহত হয়েছে। পাক-আফগান সীমান্তে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে জঙ্গিরা।
পাক প্রশাসন সূত্রে খবর তিহার ও খাইবার সীমান্তে কয়েকদিন ধরেই জঙ্গিদের গুলির কড়া জবাব দিচ্ছে পাক সেনা। জঙ্গি ঘাঁটি গুলি তছনছ করে দেওয়াই সেনার বড় চ্যালেঞ্জ।
সীমান্ত থেকে ইসলামাবাদে খবর এও এসেছে শুক্রবার থেকে পাকিস্তানে ঢোকার চেষ্টা করছে জঙ্গিরা। অনুপ্রবেশ রোখার পাল্টা চেষ্টা চালাচ্ছে পাক সেনাও।
কূটনৈতিক মহলের ব্যাখ্যা পেশোয়ারের ঘটনার পর যেভাবে পাসিস্তানের বারুদের পাহাড়ের ওপর বসে থাকার নীতির সমালোচনা হয়েছে, তাতেই খানিকটা কড়া অবস্থান নিচ্ছে পাক সরকার। মুখে মাটি থেকে তালিবান নিধনের কথা বললেও আদতে তা কতটা কার্যকর হয়, সেটাই দেখার।