Afghanistan: পিএইচডি-মাস্টার ডিগ্রির তেমন কোনও মূল্যই নেই, মন্তব্য নয়া আফগান শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রীর ওই মন্তব্য নিয়ে  প্রবল সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়

Updated By: Sep 8, 2021, 10:58 PM IST
Afghanistan: পিএইচডি-মাস্টার ডিগ্রির তেমন কোনও মূল্যই নেই, মন্তব্য নয়া আফগান শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবারই নতুন সরকারের মন্ত্রীদের নাম ঘোষণা করেছে তালিবান নেতৃত্ব। তারপরই তালিবান সুপ্রিম লিডার হাইবাতুল্লাহ আখুন্দজাদা জানিয়ে দিয়েছেন, আফগানিস্তানের শাসন ও সামজিক জীবন চলবে শরিয়ত মোতাবেক। এবার চমক দেশের নতুন শিক্ষামন্ত্রীর।

আরও পড়ুন-WB Bypoll: 'বেশি সাজুগুজু করবে না', 'কালারফুল' মদনকে পরামর্শ Mamata-র

দেশের শিক্ষামন্ত্রী শেখ নুরুল্লাহ মুনির এক ভিডিয়োতে মন্তব্য করেছেন, 'কোনও পিএইচডি বা মাস্টার ডিগ্রির এখন তেমন কোনও দাম নেই। আপনারা দেখছেন মোল্লারা ও তালিবান দেশের ক্ষমতায় এসেছে। এদের কোনও পিএইচডি বা মাস্টার ডিগ্রি নেই। অনেকের আবার হাইস্কুলের ডিগ্রিও নেই। কিন্তু এতবড় কাজ করে ফেলেছে তারা।'

শিক্ষামন্ত্রীর ওই মন্তব্য নিয়ে  প্রবল সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ লিখেছেন, দেখুন, দেশের শিক্ষা মন্ত্রীই বলছেন উচ্চশিক্ষার প্রয়োজন নেই। একে শিক্ষমন্ত্রী করল কে?

আরও পড়ুন-Contai: ত্রিপল চুরি মামলা, শুভেন্দু ঘনিষ্ঠ হিমাংশুর বিরুদ্ধে হুলিয়া জারি আদালতের

কেউ মন্তব্য করেছেন, দেশের যুব সমাজ ও শিশুদের জন্য খুবই খারাপ সময় আসছে। এমন যার চিন্তাভাবনা সে কিনা দেশের শিক্ষামন্ত্রী!

উল্লেখ্য, আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন তালিবান নেতৃত্বের অনামী ব্যক্তিত্ব মোল্লা মহম্মদ হাসান। দেশের ৩৩ সদস্যের মন্ত্রিসভায় স্বরাষ্চ্র মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের খাতায় থাকা জঙ্গি সিরাজুদ্দিন হাক্কানি। মন্ত্রিসভার অনেক সদস্যই জঙ্গি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.