Bangladesh: বাংলাদেশে এবার নতুন দল, প্রধান হচ্ছেন ইউনূস সহযোগী উপদেষ্টা নাহিদ

Bangladesh: দেশে সুস্থিতি ফিরিয়ে আনার ক্ষেত্রে ইউনূস সরকারের উপরে ভরসা নেই! ছাত্ররাই তৈরি করছে নতুন দল

Updated By: Feb 10, 2025, 06:56 PM IST
Bangladesh: বাংলাদেশে এবার নতুন দল,  প্রধান হচ্ছেন ইউনূস সহযোগী উপদেষ্টা নাহিদ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে চাপা ক্ষোভ তৈরি হচ্ছে মহম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে। দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সমর্থকদের উপরে হামলা রুখে দিচ্ছেন দলের কর্মীরা। এবার বাংলাদেশ জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল চলতি মাসেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সেই দলের প্রধান হতে চলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম।

আরও পড়ুন-ইন্ডিয়া জোটকে বড় বার্তা মমতার, কংগ্রেস চাইলে দিল্লিতে এই দশা হত না

যে ছাত্ররা বাড়ি থেকে রাস্তায় নেমে হাসিনা সরকারকে উত্খাত করেছিলেন তারা কি ইউনূস সরকারের উপরে ভরসা রাখতে পারছেন না? এমন প্রশ্ন উঠে যাচ্ছে। জানা যাচ্ছে নতুন দলের দায়িত্ব নেওয়ার আগে সরকার থেকে ইস্তফা দেবেন  নাহিদ। সরকারে থাকা অন্য দুই ছাত্র প্রতিনিধি এখনই পদত্যাগ করছেন না। তারা নির্বাচনের আগে পদ ছাড়বেন বলে জানা গেছে।

গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর থেকেই ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের আলোচনা শুরু হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে কমিটি গঠন করে এবং জাতীয় নাগরিক কমিটি তৈরি হয়। এখন এই দুটি সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নতুন দল গঠন করা হচ্ছে।

মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নতুন দল গঠিত হবে। শুরুতে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। বাংলাদেশের ইতিহাসে নতুন দলের আবির্ভাব অনেকটা স্বাভাবিক ঘটনা। বর্তমান সরকারের আমলেও কয়েকটি দল আত্মপ্রকাশ করেছে। তবে অতীতে দেখা গেছে; খুব কম দলই রাজনীতিতে প্রভাব রাখতে পেরেছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল বড় কোনো প্রভাব তৈরি করতে পারবে কি-না সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এ দল নিয়ে এরইমধ্যে নানা আলোচনা শুরু হয়ে গেছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.