সুদানের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৩

সূত্রে খবর, একটি টাইল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। এলাকাটি শিল্পাঞ্চল হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সুদানের পুলিস জানিয়েছে, আগুনের ঝলকানিতে আহত হয়েছে ১৩০ জন

Updated By: Dec 4, 2019, 05:44 PM IST
সুদানের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৩
ছবি- এএফপি

নিজস্ব প্রতিবেদন: সুদানে কারখানায় বিস্ফোরণে কমপক্ষে নিহত ২৩। আহত একশোর বেশি। ঘটনাটি ঘটে মঙ্গলবার সুদানের রাজধানী খারতৌমে।

সূত্রে খবর, একটি টাইল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। এলাকাটি শিল্পাঞ্চল হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সুদানের পুলিস জানিয়েছে, আগুনের ঝলকানিতে আহত হয়েছে ১৩০ জন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজে নেমেছে দমকল, বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন- মসজিদ থেকে চুরি গেল লাখ টাকার জুতো! চোর ধরতে ‘চিরুনি তল্লাশি’ পুলিসের

সুদান সরকার (Sudan Government) এক বিবৃতি দিয়ে জানিয়েছে, গ্যাস সিলিন্ডার ফেটেই বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিক অনুমান। আহতদের রক্ত দিতে সাধারণ নাগরিকদের এগিয়ে আসার অনুরোধ করা হয়েছে সরকারের তরফে। উল্লেখ্য, গত বছর এমনই ভয়াবহ অগ্নিকাণ্ডে ধূলিসাত্ হয়ে গিয়েছিল রাজধানী খারতৌমের রাষ্ট্রপতি ভবন।

.