ডোনাল্ড ট্রাম্প কি এখনই জঙ্গি নিশানায়?
হোয়াইট হাউসের দৌড়ে থাকা ডোনাল্ড ট্রাম্প কি এখনই জঙ্গি নিশানায়? জল্পনা বাড়িয়ে দিল মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীর প্রচারসভার একটি রুদ্ধশ্বাস ঘটনা।
ওয়েব ডেস্ক: হোয়াইট হাউসের দৌড়ে থাকা ডোনাল্ড ট্রাম্প কি এখনই জঙ্গি নিশানায়? জল্পনা বাড়িয়ে দিল মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীর প্রচারসভার একটি রুদ্ধশ্বাস ঘটনা।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রায় শেষ লগ্নে। রেনো নাভাডায় প্রচারে গিয়ে বক্তৃতা দিচ্ছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হঠাত্ গান অ্যালার্ম বেজে ওঠে। জনতার ভিড়ে কারও কাছে বন্দুক আছে। এই সন্দেহে সিক্রেট সার্ভিস অফিসাররা তড়িঘড়ি মঞ্চ থেকে ট্রাম্পকে সরিয়ে ফেলেন। ভিড়ের মধ্যে থেকে এক সন্দেহভাজনকে ধরে ফেলা হয়। পরে জানা যায় ধৃতের কাছে কোনও বন্দুক ছিল না।
আরও পড়ুন- মার্কিন নির্বাচন আসলে 'গাধা-হাতি'র লড়াই
ঘটনার কিছুক্ষণের মধ্যেই মঞ্চে ফিরে বক্তৃতা শেষ করেন ট্রাম্প। হোয়াইট হাউসের দৌড়ে থাকা রিপাবলিকান প্রার্থী বলেন, কাজটা সোজা নয়। তা বলে থেমে থাকলে চলবে না। এরপরই নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের অফিসারদের প্রশংসা করেন তিনি।